• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • #IPL2019: ধোনিকে দেখে মাথায় হাত শাহরুখ খানের, কারণ জানতে ব্যস্ত সকলে

#IPL2019: ধোনিকে দেখে মাথায় হাত শাহরুখ খানের, কারণ জানতে ব্যস্ত সকলে

Photo- Youtube

Photo- Youtube

 • Share this:

  #চেন্নাই :  কলকাতা -র দারুণ পারফরম্যান্সের সাক্ষী থাকতে চেন্নাই সিংহদের ডেরায় হাজির হয়েছিলেন শাহরুখ খান ৷ শাহরুখকে ঘিরে চেন্নাইতেও একইরকম উন্মাদন ছিল ৷ তবে যে আনন্দ নিয়ে এসআরকে চেন্নাই গিয়েছিলেন তত আনন্দ অবশ্য শেষ অবধি বহাল থাকল না ৷

  কারণ কেকেআর কার্যত ল্যাজে-গোবরে হয়ে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ৷ এদিকে একটি ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ যেখানে দেখা যাচ্ছে ধোনিকে দেখে শাহরুখ খান মাথায় হাত দিয়েছেন ৷ কিং খান কে এভাবে দেখে সকলেই বেশ চমকে উঠেছেন ৷

  আরও পড়ুন - ফের নজির গড়লেন বিরাট কোহলি, ভারতকে সম্মান এনে দিলেন স্মৃতি মন্ধানাও

  ববব

  আসলে ধোনি খেলা শেষে মাঠ থেকে উঠছিলেন আর শাহরুখ ছিলেন গ্যালারিতে ৷ এই অবস্থায় দু‘জন কথা বলছিলেন ৷ সে সময়েই চুল নিয়ে স্টাইল করার ছলে মাথায় হাত দেন বাদশা ৷ আর সেই মুহূর্তটা লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন ক্যামেরাম্যান ৷

  আরও দেখুন

  First published: