#IPL2019 : ইডেনে KKR-র বিরুদ্ধে খেলছেন ঘরের ছেলে শামি , Mankading নিয়ে মুখ খুললেন অশ্বিন

#IPL2019 : ইডেনে KKR-র বিরুদ্ধে খেলছেন ঘরের ছেলে শামি , Mankading নিয়ে মুখ খুললেন অশ্বিন
Photo Courtesy- IPL

 • Share this:

  #কলকাতা : ইডেনে ঘরের ছেলেকেই তুরুপের তাস করে দল সাজালেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ৷ ইডেনের উইকেট যেহেতু হাতের তালুর মতো চেনেন মহম্মদ শামি তাই গত ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে দিতেও ভাবেননি প্রীতির দলের অধিনায়ক ৷

  এদিকে কিংস ইলেভেন পঞ্জাব নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতলেও অশ্বিনের বাটলারকে আউট করা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া ৷ এবার ইডেনে ম্যাচে নামার আগেই সেই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন খোদ অশ্বিনই ৷

  আরও পড়ুন - #IPL2019: দেদার জন্মদিন সেলিব্রেশন, ম্যাচ জেতার পর দেখে নিন CSK ড্রেসিংরুমের ছবি


  অশ্বিন জানিয়ে দিয়েছেন গত ম্যাচে যা ঘটে গেছে তা ঘটে গেছে ৷ তা মাথায় নিয়ে ইডেন মাঠে নামেননি তিনি ৷ অর্থাৎ নিজের স্ট্যান্ড পয়েন্টেই থাকলেন অশ্বিন ৷

  আরও দেখুন

  First published: