#মুম্বই : বিতর্ক কাটিয়ে বিশ্বকাপের দলে টিকিট , আইপিএলের মরশুমে ব্যাট-বলে পারফরম্যান্স দেওয়া সবকিছুই চলছে ৷ তবে হার্দিক পান্ডিয়ার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য যে কেউই ভোলেননি তাই বোঝা গেল সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়ার পোস্টে ৷ কিছুদিন আগে Koffee With Karan শো-তে হার্দিক ও কেএল রাহুল এসেছিলেন ৷ সেখানে মহিলাদের উদ্দেশ্যে লিঙ্গবৈষম্যমূলক কথা বলেছিলেন হার্দিক ৷ যার জেরে বিসিসিআই এই দুই ক্রিকেটারকেই নির্বাসিত করেছিল ৷
সম্প্রতি টিভি অভিনেত্রী ক্রিস্টেল ডি সুজা হার্দিক পান্ডিয়ার সঙ্গে ছবি দেন ৷ ছবির নিচে ট্যাগলাইন ছিল Mere bhai jaisa koi hard ich nahi hai," ৷ কিন্তু এই ছবি পোস্টকে মোটেই ভালোভাবে নেননি ৷ সোশ্যাল মিডিয়ার সকলে প্রশ্ন তুলেছেন, এ কেমন ভাই তাঁর , কেউ আবার বলেছেন এরকম পাগল ভাই থাকলে আমরা ভয়ে থাকতাম ৷ আবার কেউ কেউ বলেছেন ও যেরকম ছিল সেরকমই আছে ৷
আরও পড়ুন - IPL 2019: মাঠেই মেজাজ হারালেন কার্তিক, শান্ত KKR অধিনায়ক হঠাৎ উত্তেজিত কেন ?
এর চেয়েও বেশ কিছু মারাত্মক কমেন্টও রয়েছে এই পোস্টে ৷ আসলে একসঙ্গে খেতে গিয়েছিলেন এই দুই ক্রিকেটারও অভিনেত্রী৷ সেখান থেকেই ছবি পোস্ট করেন টিভি-র দুনিয়ার জনপ্রিয় এই মুখ ৷
View this post on InstagramMere Bhai Jaisa Koi Hard ich Nahi Hai #brotherfromanothermother
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, IPL 2019, আইপিএল ২০১৯