Home /News /sports /
#IPL2019: KKR vs CSK: ফর্মে ফিরে লিনের অর্ধশতরান, দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন উথাপ্পা

#IPL2019: KKR vs CSK: ফর্মে ফিরে লিনের অর্ধশতরান, দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন উথাপ্পা

Photo Courtesy- BCCI/IPL

Photo Courtesy- BCCI/IPL

দুরন্ত ফিল্ডিং ডুপ্লেসির

 • Share this:

  #কলকাতা : টসে জিতে এদিন কেকেআর-কে প্রথমে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ ধোনির সিদ্ধান্তকে সঠিক ও কার্যকরী করতে বদ্ধপরিকর হলুদ বোলিং ব্রিগেড ৷ স্টানারের বলে প্যাভিলিয়নে ফেরেন সুনীল নারিন ৷

  এরপর ভালো শুরু করেও বড় কিছু করে দেখাতে পারেননি নীতিশ রানা ৷ তিনি ১৮ বলে ২১ করে আউট হন ৷ অন্যদিকে রবিন উথাপ্পা শূন্য রানেই প্যাভিলিয়নমুখী ৷ এই দুটি উইকেট গেছে ইমরান তাহিরের ঝোলায় ৷ তবে এই তিনটি আউটেরই নেপথ্য কারিগর ডুপ্লেসি ৷ তিনি যা ক্যাচ নিয়েছেন বিশেষত উথাপ্পা -র তা নিঃসন্দেহে অনবদ্য ৷

  আরও পড়ুন - #IPL2019: KKR vs CSK : ম্যাচ শুরু, সন্ধ্যায় কী থাকছে ঝড়-জলের পূর্বাভাস, জেনে নিন

  এদিকে চোট -আঘাত -ফর্মহীণতা কাটিয়ে এদিন স্বমহিমায় ক্রিস লিন ৷ এ মরশুমের আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান করে ফেললেন নাইট ওপেনার ৷ এদিন শতরানের সম্ভবনাও একসময় দেখাচ্ছিল এই নাইটের ব্যাট ৷ তবে ৮২ রানে থমকান তিনি তাঁর উইকেটেও নেন ইমরান তাহির ৷ এদিন ৫১ বলে ৮২ রানে রয়েছে ৭ টি চার ও ৬ টি ছয়৷

  আরও দেখুন

  First published:

  Tags: Dinesh Karthik, IPL 2019, KKR VS CSK, Mahendra Singh Dhoni, আইপিএল ২০১৯, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি

  পরবর্তী খবর