#বেঙ্গালুরু : এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই একমাত্র দল যারা এপর্যন্ত একটা ম্যাচও জেতেনি ৷ চার ম্যাচের চারটিতে হেরে আইপিএল টেবলের একদম শেষ স্থানে রয়েছে আরসিবি ৷
নিউজিল্যান্ডের সাইমন ডুল আরসিবি ম্যাচের ধারাভাষ্য করার সময় আরসিবি-র বিরুদ্ধে কথা বলেছিলেন ৷ এরপরেই তাঁকে একেবারে প্রাণনাশের হুমকি দিয়ে বসলেন এক RCB ফ্যান ৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এটা নিজেই পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন এরকম না হলে নিশ্চিত মৃত্যু হবে ৷
আরও দেখুনClearly Dharmish is not happy with me @cricbuzz. Not sure what I said but a Death threat, Really.? It’s only a game of cricket Mate. Chill out.. @ipl pic.twitter.com/6XHkPCw1le
— Simon Doull (@Sdoull) April 4, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, RCB, Virat Kohli, আইপিএল ২০১৯, আরসিবি, বিরাট কোহলি