#বেঙ্গালুরু: আইপিএল ২০২২ (IPL 2022 ) ক্রিকেট মরশুম শুরুর আগে শনি-রবিবার হয়ে গেল আইপিএল নিলাম (IPL Auction 2022)৷ চেন্নাই সুপার কিংস (CSK) অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অলরাউন্ডার রাজবর্ধন হেঙ্গারকর (Rajvardhan Hangarekar) ১.৫ কোটি টাকাতে কিনে নিয়েছেন৷ এত দামে আইপিএল দলে বিক্রি হওয়ার মুহূর্তে তিনি সবচেয়ে বেশি মনে করেছেন নিজের প্রয়াত বাবার কথা৷ রাজবর্ধন ২ বছর আগে বাবাকে হারিয়েছেন৷ করোনা ভাইরাসে (covid 19) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছিল৷ চেন্নাই সুপার কিংস (CSK) তাঁর বাবার সবচেয়ে প্রিয় দল ছিল৷ মহেন্দ্র সিং ধোনি তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেটার ছিলেন৷ আইপিএল নিলামের (IPL Auction 2022) দ্বিতীয় দিনে সেই দলেই জায়গা পেলেন৷
রাজবর্ধন হেঙ্গরগেকর (Rajvardhan Hangarekar) ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমার বাবা চেন্নাই সুপার কিংসকে খুব পছন্দ করতেন৷ আর এই দলকে ফলো করতেন৷ যদি এই দিন দেখে যেতেন তাহলে ভাল হত৷ তিনি যেখানেই হবেন , তিনি নিশ্চিতভাবেই খুব খুশি হবেন৷ ’’ কান্না ভেজা গলায় বলেন তাঁর কাছে কথা বলার মতো আর কিছু নেই৷ এই অবস্থায় তাঁর স্মৃতি ফিরে ফিরে আসছে৷ ’’
হেঙ্গারকর (Rajvardhan Hangarekar) ৩০ লক্ষ টাকার বেস প্রাইসের সঙ্গে নিলামে এসেছিলেন৷ এমএস ধোনি এই বড়সড় চেহারার বোলারের ওপর ভরসা রেখেছেন৷ ১.৫ কোটি অর্থাৎ ৫ গুণ বেশি টাকায় বিক্রি হয়েছেন৷
আরও পড়ুন - মানা হচ্ছিল বিয়ের আচার অনুষ্ঠান, মাথা ঘুরে পড়ে গেলেন কনে, তারপর এক অন্য গল্প
রাজবর্ধন টাকার চেয়ে বেশি পারফরম্যান্সে জোর দিয়েছেন
রাজবর্ধন ছাড়া অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী একাধিক ক্রিকেটারের ওপর নিলামে প্রচুর টাকার বৃষ্টি হয়েছে৷ এর আগে বিসিসিআই বিশ্বকাপজয়ী দলের সদস্যদের ৪০লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে৷ অর্থাৎ তরুণ ক্রিকেটরার এক ধাক্কায় প্রচুর পয়সা পেয়ে গেছেন৷ এই টাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘টাকার থেকে বেশি আমার জন্য খেলা জরুরি৷ এটা তখনই ভাবব যখন পারফর্ম করতে হবে৷ আমার মন শুধু ভাল পারফরম্যান্সে থাকছে৷’’
মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলার জন্য মুখিয়ে রয়েছেন৷ তিনি বলেছেন. ‘‘আমি ওঁর থেকে মার্গদর্শন নেব, ওঁর থেকে শেখার অনেক কিছু আছে৷ ’’
কোচও উচ্ছ্বসিত তাঁর ছাত্রের এই সুযোগ পাওয়ায়৷ তিনি বলেছেন তাঁর আশা তাঁর ছাত্র দারুণ পারফর্ম করবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, IPL Auction