হোম /খবর /খেলা /
IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্সে জোর ধাক্কা! সব ম্যাচে নাও খেলতে পারেন রোহিত শর্মা

IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্সে জোর ধাক্কা! সব ম্যাচে নাও খেলতে পারেন রোহিত শর্মা

রোহিত শর্মা

রোহিত শর্মা

IPL 2023: কিছুদিন আগেই বিসিসিআই জানিয়েছিল, আইপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'-এর দিকে নজর রাখা হবে। এই মর্মে আইপিএল খেলা 12 জন ক্রিকেটারের উদ্দেশ্যে তাদের ফ্রাঞ্চাইজিগুলিকে বার্তা পাঠিয়েছে বিসিসিআই। 

আরও পড়ুন...
  • Share this:

মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ৩১ মে থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এরমধ্যেই আইপিএল শুরু হওয়ার একদিন আগেই অভিনব সিদ্ধান্ত নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সরকারিভাবে ঘোষণা না করলেও সূত্রের খবর, দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিশেষ প্ল্যান করেছে টিম ম্যানেজমেন্ট। আইপিএলের কিছু ম্যাচে রোহিত শর্মাকে বিশ্রাম দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। টানা খেলার ধকল যাতে বিশ্বকাপের আগে রোহিতের ফিটনেসের ক্ষেত্রে অন্তরায় হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিতে পারে মুম্বই টিম ম্যানেজমেন্ট।

রোহিত বিশ্রাম নিলে তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। যিনি আপাতত মুম্বই ইন্ডিয়ান্সে হিটম্যানের ডেপুটি। উল্লেখ্য, কিছুদিন আগেই বিসিসিআই জানিয়েছিল, আইপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'-এর দিকে নজর রাখা হবে। এই মর্মে আইপিএল খেলা ১২ জন ক্রিকেটারের উদ্দেশ্যে তাদের ফ্রাঞ্চাইজিগুলিকে বার্তা পাঠিয়েছে বিসিসিআই। আইপিএলে খেললেও বোর্ডের চুক্তির আওতায় থাকা বোলারদের উপরও যাতে বেশি চাপ না দেওয়া হয়, সেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতায় যাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বোলারদের পাওয়া যায়, তার জন্য এই নির্দেশ দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুনঃ IPL 2023: রূপের আগুনে উড়বে ঘুম, এবার আইপিএলে ১১ জন মহিলা অ্যাঙ্কার, খেলা দেখবেন না এদের

এই বিষয়ে সব ফ্র্যাঞ্চাইজির ফিজিওদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও নীতিন পটেল ও ভারতীয় দলের ফিজিও সোহম দেশাই। এই ১২ জন বোলারের মধ্যে থেকে কেউই মুম্বই ইন্ডিয়ান্স দলে নেই। তবুও দেশের কথা ভেবে সতর্ক‌ মুম্বই ইন্ডিয়ান্স।‌ ভারত অধিনায়ক রোহিত শর্মাকে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের জন্য সম্পূর্ণভাবে চাঙ্গা রাখতে চান টিম ম্যানেজমেন্ট। তাই রোহিতকে সব ম্যাচে না খেলার পক্ষে মুম্বই শিবির।‌ তবে রোহিতের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নেওয়া হলেও ঈশান কিষান কিংবা সূর্য কুমার যাদবের ক্ষেত্রে এরকম কোন সিদ্ধান্তের খবর সামনে আসেনি। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ ২ এপ্রিল। প্রতিপক্ষ আরসিবি।

Published by:Sudip Paul
First published:

Tags: IPL 2023, Mumbai Indians, Rohit Sharma