হোম /খবর /খেলা /
বড় চমক! কোচবিহারে বসেই নিতে পারবেন আইপিএলের স্বাদ! জানুন বিশদে

IPL 2023: বড় চমক! কোচবিহারে বসেই নিতে পারবেন আইপিএলের স্বাদ! জানুন বিশদে

X
কোচবিহারেও [object Object]

IPL 2023: কোচবিহার জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ি স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে আইপিএল ফ্যান পার্ক।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

কোচবিহার: এবার সরাসরি কোচবিহার জেলায় বসেই আইপিএলের স্বাদ নিতে পারবেন ক্রিকেট প্রেমী মানুষেরা। কোচবিহার জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ি স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে আইপিএল ফ্যান পার্ক। আর সেই ফ্যান পার্কের মধ্যেই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে আইপিএলের সরাসরি সম্প্রচার দেখানো হবে। এছাড়াও মাঠে উপস্থিত দর্শকদের সকলের কাছে পৌঁছে দিতে থাকছে নয় মিনিটের দুটি লাইভ ভিডিও সেশন।

কোচবিহার জেলায় ১৩, ১৪ ও ১৫ই মে থাকছে ফ্যান পার্কের মধ্যে লাইভ খেলা দেখার সুযোগ। দর্শকেরা একেবারেই বিনামূল্যে আইপিএল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন গ্যালারিতে বসে। এছাড়াও এখানে উপস্থিত দর্শকদের উল্লাস এবং ম্যাচ দেখার দৃশ্য আইপিএলে সরাসরি সম্প্রচার করে দেখানো হবে।

 

তবে এই সকল বিষয় সম্পূর্ণ রকম ভাবে তৈরি করতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ। এই আইপিএলের মাধ্যমে গোটা বিশ্বের দরবারে পৌঁছে যেতে চলেছে হেরিটেজ জেলা কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি স্টেডিয়াম। ইতিমধ্যেই এই গোটা বিষয়টি নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে। তাই স্বভাবতই উচ্ছসিত হয়ে রয়েছেন কোচবিহার জেলার ক্রীড়াপ্রেমী মানুষেরা।

আরও পড়ুন, 'এটাই নতুন ভারত!' রাহুল শাস্তি পেতেই মুখ খুললেন মমতা, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

আরও পড়ুন, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ, জানিয়ে দিল লোকসভার সচিবালয়

কোচবিহার জেলার ডিএসএ সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানিয়েছেন," কোচবিহার জেলার একটি হেরিটেজ জেলা। তবে কোচবিহার এবার আইপিএল এর মাধ্যমে গোটা বিশ্বের সামনে উঠে আসার একটি সুযোগ পাচ্ছে। তাই অদূর ভবিষ্যতে কোচবিহার জেলায় আরও ভাল কোন খেলা অনুষ্ঠিত হবে এমনটাই আশা রয়েছে সকলের। কোচবিহার জেলার ক্রীড়ার মান আরও বাড়বে এমনটাই মনে করছেন কোচবিহারের মানুষেরা।"

Sarthak Pandit

Published by:Suvam Mukherjee
First published:

Tags: IPL