হোম /খবর /খেলা /
বাদ পড়তে হয়েছে কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো নবীনকে, লখনউ টিমে জায়গা পেলেন কে?

বাদ পড়তে হয়েছে কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো নবীনকে, লখনউ টিমে জায়গা পেয়েছেন পুরনো আরসিবি প্লেয়ার!

বাদ পড়তে হয়েছে কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো নবীন উল হককে

বাদ পড়তে হয়েছে কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো নবীন উল হককে

শুধু ব্যাট-বলের যুদ্ধ নয়, ২০২৩ আইপিএল স্মরণীয় হয়ে থাকবে আরও কয়েকটি কারণে। এর মধ্যে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের দ্বন্দ্ব অন্যতম।

  • Share this:

লখনউ: শুধু ব্যাট-বলের যুদ্ধ নয়, ২০২৩ আইপিএল স্মরণীয় হয়ে থাকবে আরও কয়েকটি কারণে। এর মধ্যে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের দ্বন্দ্ব অন্যতম। ১ মে লখনউ সুপার জায়ান্টসের নবীন উল হকের সঙ্গে ম্যাচের মধ্যেই বাকবিতন্ডায় জড়ান বিরাট কোহলি। ম্যাচ শেষে তাই ভয়াবহ আকার নেয়। ছুটে আসেন গৌতম গম্ভীর। তারপরের ঘটনা তো ইতিহাস।

ঠিক কী হয়েছিল ওই দিন? ১ মে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। অমিত মিশ্র, নবীন উল হক এবং কাইল মায়ার্সের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান বিরাট কোহলি। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। ম্যাচ শেষ হওয়ার পর লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর মাঠে ঢুকে পড়েন। লেগে যায় বিরাট কোহলির সঙ্গে। পরিস্থিতি এমন জায়গায় পৌছয় শেষ পর্যন্ত ম্যাচ রেফারি কোহলি এবং গম্ভীরকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করেন।

আরও পড়ুন– মাথায় দু’টি মোড়! এমনটা হওয়ার পিছনে কারণ কী, জেনে নিন বিস্তারিত

বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া আফগানিস্তান বোলার নবীন উল হককে এক ম্যাচ পরেই বাইরে বসতে হয়। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচে মেন্টর গম্ভীর তাঁকে প্রথম একাদশে রেখেছিলেন। কিন্তু সেটাই শেষ। তার পরের ম্যাচে আর খেলার সুযোগ পাননি।

আরও পড়ুন– বিশ্বের একমাত্র এই দেশে নেই এক জনও মুসলিম ধর্মাবলম্বী মানুষ! সেই দেশের নামটা কি জানেন?

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়েন নবীন উল হক। তাঁর জায়গায় বিদেশি খেলোয়াড় হিসেবে দলে ঢোকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ২০২৩ আইপিএলে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। ৪১ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কক।

আশ্চর্যের বিষয় হল, বিরাট কোহলির সঙ্গে ঝামেলার পর যে খেলোয়াড়কে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার পর যাকে জায়গা দেওয়া হল, সেই কুইন্টন ডি ককও বিরাট কোহলির সঙ্গে খেলেছেন। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্য ছিলেন তিনি। তবে সেই মরশুমটা মোটেই ভাল যায়নি ককের। ব্যাট হাতে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারেননি। ৮ ম্যাচে করেছিলেন মাত্র ২০১ রান। এর মধ্যে সবচেয়ে বড় ইনিংস খেলেছিলেন ৫৩ রানের। কিন্তু লখনউ সুপার জায়ান্টাসের হয়ে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন। এখন এই আইপিএলে কুইন্টন ডি কক কতটা এগোতে পারেন সেটাই দেখার!

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: IPL 2023, Lucknow Super Giants