হোম /খবর /খেলা /
চিপকে শুরুতেই ভাগ্য সাথ দিল না ধোনির, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হার্দিকের

CSK vs GT: চিপকে শুরুতেই ভাগ্য সাথ দিল না ধোনির, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হার্দিকের

CSK vs GT: আইপিএল ২০২৩ প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে গুরু-শিষ্যের দ্বৈরথ। একদিকে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। শেষ হাসি হাসবে কে? উত্তর মিলবে চিপকে।

  • Share this:

চেন্নাই: চিপকে আইপিএলের প্রথম প্লে অফে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স মহারণ। এমএস ধোনি ও হার্দিক পান্ডিয়ার দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা। লিগ টেবিলের এক ও দুই নম্বর দল হিসেবে প্লে অফের টিকিট পাকা করেছিল গুজরাত ও চেন্নাই। এবার ২৮ তারিখ ফাইনালের টিকিট পাকা করার লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ৪ বারের আই্পিএল চ্যাম্পিয়ন।

মেগা ম্যাচে এমএস ধোনির ঘরে মাঠে টস ভাগ্য সাথ দিল হার্দিক পান্ডিয়ার। টস জিতে চিপকের উইকেটে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স অধিনায়ক। চিপকের ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানের মধ্যে আটকে রেখে রান তাড়া করার রণনীতি সাজাতেই বোলিংয়ের সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার। টস হারলেও ঘরের মাঠে বড় রান করার বিষয়ে আত্মবিশ্বাসী এমএস ধোনির দল।

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ– রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, অম্বাতি রায়ডু, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার: মাথিসা পাথিরানা, মিচেল স্যান্টনার, আকাশ সিং

গুজরাত টাইটান্সের প্রথম একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, দাসুন শানাকা, দর্শন নলকাণ্ডে, মোহিত শর্মা, রাশিদ খান, মহম্মদ শামি, নুর আহমেদ।

প্রসঙ্গত, সিএসকের বিরদ্ধে এখনও পর্যন্ত আইপিএলে ৩-০ পরিসংখ্যান বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অপরদিকে, আইপিএল আজ পর্যন্ত প্রথন কোয়ালিফায়ার কোনও দিনও হারেনি চেন্নাই সুপার কিংস। ফলে চিপকের মহারণে আজ সেয়ানে-সেয়ান টক্কর হতে চলেছে সেটা বলাই যায়।

Published by:Sudip Paul
First published:

Tags: Chennai Super Kings, CSK, Gujarat titans, IPL 2023