হোম /খবর /খেলা /
MI vs GT Qualifier 2: ঘরের মাঠে টস হারল গুজরাত, বোলিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার

MI vs GT Qualifier 2: ঘরের মাঠে টস হারল গুজরাত, বোলিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার

MI vs GT Qualifier 2: বৃষ্টির কারণে দেরিতে হল আইপিএল কোয়ালিফায়ার ট্যু-এর মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ। মেগা ম্যাচে ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল না হার্দিক পান্ডিয়ার। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।

আরও পড়ুন...
  • Share this:

আহমেদাবাদ: বৃষ্টির কারণে দেরিতে হল আইপিএল কোয়ালিফায়ার ট্যু-এর মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচের টস। নিয়ম অনুযায়ী সন্ধ্যা সাতটায় হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে টস হল ৭.৪৫ মিনিটে। মেগা ম্যাচে ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল না হার্দিক পান্ডিয়ার। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। বৃষ্টি হওয়ায় শুরুতে বোলিং করে পিচ থেকে কিছুটা সুবিধা পাওয়ার জন্য এই সিদ্ধান্ত। এছাড়া রান তাড়া করার সময় আহমেদাবাদের উইকেটে ব্যাটারদের জন্য বেশি সহায়ক হয়ে ওঠে।

এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ- ইশান কিশান (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, কুমার কার্তিকে, পীযুশ চাওলা, জেসন বেহরনড্রফ, আকাশ মাধওয়াল।

গুজরাত টাইটান্সের প্রথম একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মহম্মদ শামি।

প্রসঙ্গত, খাতায় কলমে বিচার করলে দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। দুই দলের ব্যাটিং বিভাগের শক্তির বিচার করলে কিছুটা এগিয়ে রোহিত শর্মা দল। তবে বোলিং অ্যাটাকের তুলনা করলে শামি, রাশিদ, নুর, মোহিত সমৃদ্ধ গুজরাতের বোলিং অ্যাটাককে মুম্বইয়ের থেকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আহমেদাবাদে হার্দিকদের ঘরের মাঠে হলেও ম্যাচ ৫০-৫০। আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Published by:Sudip Paul
First published:

Tags: Gujarat titans, IPL 2023, Mumbai Indians