কলকাতা: বর্তমানে ভারতীয় দল থেকে অনেক দূরে অভিজ্ঞ উইকেট কিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। টিম ইন্ডিয়ার দরজা যে জন্য তাঁর রজা বন্ধ তা জানিয়ে দেওয়া হয়েছে আগেই। ফিটনেস বা পারফরম্যান্স নয়, বয়সটাই নাকি ভারতীয় দল থেকে বাদ পড়ার কারণ। যা অবাক করেছে সকলকেই। সিএবি-র সঙ্গে মনোমালিন্যের জেরে ছেড়েছেন বাংলাও। তারপরও আইপিএল আসলেই নিজেকে আরও একবার প্রমাণ করার জেদ নিয়ে নামেন শিলিগুড়ির পাপালি। গতবার আইপিএলে চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানসের হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন ঋদ্ধি। এবারও আরও একবার সমালোচকদের জবাব দেওয়াই লক্ষ্য ঋদ্ধির।
ছেলে বেলা: ১৯৮৪ সালে ২৪ অক্টোবর শিলিগুড়িতে জন্ম ঋদ্ধিমান সাহার। শিলিগুড়িতেই ক্রিকেটে হাতেখড়ি। ছোট বেলার কোচ জয়ন্ত মজুমদার শুরুতেই বুঝেছিলেন এই ছেলে লম্বা রেসের ঘোড়া। লড়াই করতে কখনও পিছ পা হননি ঋদ্ধিমান সাহা। ব্যাটিংয়ের পাশাপাশি ঋদ্ধি একজন দক্ষ উইকেট রক্ষকও হয়ে ওঠেন। জেলা থেকে কলকাতায় এসে ক্লাব ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্যেই নামডাক হয়ে ঋদ্ধির। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি পাপালিকে।
ক্রিকেট কেরিয়ার: ২০০৬-০৭ সালে রঞ্জি ট্রফির একদিনের ক্রিকেটে বাংলা দলের অভিষেক হয় ঋদ্ধিমান সাহার। ২০০৭-০৮ সালে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় ঋদ্ধির। বাংলার ১৫তম খেলোয়াড় হিসেবে তিনি অভিষেকেই শতরান করেন। এরপর ঘরোয় ক্রিকেটে লাগাতার ভালো পারফরম্যান্সের সৌজন্যে ভারতীয় দলে ডাক পান। ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয়। তারপর থেকে এখনও পর্যন্ত ৪০টি টেস্ট ও ৯টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্টে তিনটি শতরান সহ মোট ১৩৫৩ রান করেছেন ঋদ্ধি। একদিনের ক্রিকেটে ৯ ম্যাচে ৪১ রান করেছেন। তবে উইকেটের পেছনে ঋদ্ধির স্কিল, ফিটনেস ও দুরন্ত কিপিং বিশ্ব জুড়ে সমাদৃত।
আরও পড়ুনঃ IPL 2023: রঞ্জিতে আগুন ঝরানোর পর এবার আইপিএল, ভারতীয় দলের জার্সিই লক্ষ্য বাংলার আকাশ দীপের
আইপিএল কেরিয়ারেও সফল ঋদ্ধিমান সাহা। এখনও পর্যন্ত আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন। শুরুটা করেছিলন কেকেআরের হয়ে। বর্তমানে তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। আইপিএল কেরিয়ারে ১৪৪টি ম্যাচে ২৪২৭ রান করেছেন ঋদ্ধিমান সাহা। ১টি শতরান সহ ১১টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। গত মরসুমে গুজরাটের হয়ে ১১ ম্যাচে ৩১৭ রান করেছিলেন। ৩টি শতরান সহ সর্বোচ্চ স্কোর ছিল ৬৮। নতুন মরসুমে আরও একবার নিজের সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার ঋদ্ধি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023