হোম /খবর /খেলা /
KKR vs RR: কেকেআরের প্রথম একাদশে চমক,ইডেন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের

KKR vs RR: কেকেআরের প্রথম একাদশে চমক, ইডেন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের

KKR vs RR: বৃহসস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে জয় ছাড়া গতি নেই দুই দলের কাছেই। শেষ ২ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর।

  • Share this:

কলকাতা: আইপিএলের ডু অর ডাই ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদ ও প‍ঞ্জাব কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসী কেকেআর। বর্তমানে লিগ টেবিলে ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। অপরদিকে, মরসুমের শুরুটা ভালো হলেও শেষ ৫টি ম্যাচে ৪টি হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। লিগ টেবিলে শীর্ষ স্থান থেকে নামতে নামতে বর্তমানে ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রয়্যালসরা। এই পরিস্থিতিতে আজ জয় ছাড়া কোনও গতি নেই নীতিশ রানা ও সঞ্জু স্যামসনের দলের।

ঘরের মাঠে মরণ-বাঁচন ম্যাচে টস ভাগ্য সাথ দিল না কেকেআর অধিনায়ক নীতিশ রানার। টস জিতে ইডেনের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি সঞ্জু স্যামসন। শক্তিশালী ব্যাটিং লাইন হওয়ায় প্রথমে বল করে প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানের মধ্যে আটকে রাখাই লক্ষ্য রাজস্থানের। টস জিতলে প্রথমে বোলিং করতেন নীতিশ রানাও। কিন্তু টস হারায় এখন বড় স্কোর করা ছাডা কোনও গতি নেই। এদিনের ম্যাচে স্পিন শক্তি আরও বাড়িয়েছে নাইটরা। বৈভব অরোরার জায়গায় দলে এসেছেন অনুকুল রয়।

এক ঝলকে দেখে নিন কেকেআর সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা, অনুকুল ঠাকুর, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- সুয়াশ শর্মা, বৈভব অরোরা, এন জগদীশান, উমেশ যাদন, ফার্গুসন।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহল, কেএম আসিফ। ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদূত পাড়িকল, রিয়ান পরাগ, মুরগান অশ্বিন, নবদীপ সাইনি।

Published by:Sudip Paul
First published:

Tags: IPL 2023, KKR vs RR, Kolkata Knight Riders, Rajasthan Royals