কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে মুখোমুখি কেকেআর ও আরসিবি। এক দিকে তিন বছর পরে ঘরের মাঠে শাহরুখ খানের দল খেলতে নেমেছে। অন্য দিকে প্রতিপক্ষ দলে রয়েছেন বিরাট কোহলি। ম্যাচের আগে থেকেই উত্তাপে ফুটছে কলকাতা। ম্যাচ শুরুর অনেক আগে থেকেই ইডেন চত্বরে ক্রিকেটপ্রেমীদের ভিড় জমে যায়। কেকেআরের ঘরের মাঠ ইডেনে আজ রাসেলদের সমর্থকদের সঙ্গে সমানে সমানে টক্কর দেবে বিরাট-প্রেমীরা। ইডেনের কাছে বটতলা জুড়ে কেকেআরের সঙ্গে সঙ্গেই আরসিবির ফ্যানেদের জোড় টক্কর। পুলিশি নজরদারি এড়িয়ে চলছে টিকিটের কালোবাজারিও। সব ছাপিয়ে শহরের সব রাস্তা আজ ইডেনমুখী। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।...