• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2023 KKR VS RCB LIVE CRICKET SCORE KOLKATA KNIGHT RIDERS VS ROYALS CHALLENGERS BANGALORE IPL MATCH LIVE SCORE SS
liveLIVE NOW

IPL 2023, KKR Vs RCB Live Score: শার্দুল-রিঙ্কুর ব্যাটে ভর করে ম্যাচে ফিরল কেকেআর, আরসিবির সামনে টার্গেট ২০৫ রান

KKR Vs RCB IPL Live | ইডেনে টস জিতলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ৷ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ৷

  • News18 Bangla
  • | April 06, 2023, 21:26 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    Apr 6, 2023 21:28 (IST)
    Apr 6, 2023 21:28 (IST)

    ইডেনে ব্যাটিং বিক্রম শার্দুল ঠাকুরের ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রিঙ্কু সিং ৷


    Apr 6, 2023 21:21 (IST)

    টপ অর্ডারের ব্যর্থতার পরেও কেকেআরকে দারুণ টানলেন শার্দুল-রিঙ্কু জুটি ৷ ২৯ বলে ৬৮ রান করেন শার্দুল ঠাকুর ৷ মেরেছেন ৯টি চার এবং ৩টি ছক্কা ৷ অন্যদিকে রিঙ্কু সিং করেন ৩৩ বলে ৪৬ রান ৷ ২টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা হাঁকান তিনি ৷ আরসিবির সামনে জয়ের জন্য টার্গেট ২০৫ রান ৷

    Apr 6, 2023 21:15 (IST)
    Apr 6, 2023 21:14 (IST)

    হর্ষল প্যাটেলের বলে আউট হলেন রিঙ্কু সিং ৷ ৩৩ বলে ৪৬ রান করেন তিনি ৷ অন্যদিকে দুরন্ত ব্যাটিং চালিয়ে যাচ্ছেন শার্দুল ঠাকুর

    Apr 6, 2023 21:10 (IST)

    ৫ উইকেট খোয়ানোর পরেও হাল ছাড়েননি শার্দুল ঠাকুর এবং রিঙ্কু সিং ৷ কেকেআরকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যেতে সফল দু’জনেই ৷

    Apr 6, 2023 21:01 (IST)
    Apr 6, 2023 21:01 (IST)

    দুরন্ত ব্যাটিং শার্দুল ঠাকুরের ৷ মাত্র ২০ বলেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি ৷ ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর- ১৬০/৫

    Apr 6, 2023 20:55 (IST)
    Apr 6, 2023 20:54 (IST)

    ১৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১৪৭ রান ৷ ৪৭ রানে ব্যাট করছেন শার্দুল ঠাকুর ৷

    কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে মুখোমুখি কেকেআর ও আরসিবি। এক দিকে তিন বছর পরে ঘরের মাঠে শাহরুখ খানের দল খেলতে নেমেছে। অন্য দিকে প্রতিপক্ষ দলে রয়েছেন বিরাট কোহলি। ম্যাচের আগে থেকেই উত্তাপে ফুটছে কলকাতা। ম্যাচ শুরুর অনেক আগে থেকেই ইডেন চত্বরে ক্রিকেটপ্রেমীদের ভিড় জমে যায়। কেকেআরের ঘরের মাঠ ইডেনে আজ রাসেলদের সমর্থকদের সঙ্গে সমানে সমানে টক্কর দেবে বিরাট-প্রেমীরা। ইডেনের কাছে বটতলা জুড়ে কেকেআরের সঙ্গে সঙ্গেই আরসিবির ফ্যানেদের জোড় টক্কর। পুলিশি নজরদারি এড়িয়ে চলছে টিকিটের কালোবাজারিও। সব ছাপিয়ে শহরের সব রাস্তা আজ ইডেনমুখী। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।...