মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023) ধুমধাম করে শুরু হয়েছে। লিগের এই সংস্করণে এখনও পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে দুঃসংবাদ এল।
আইপিএল ২০২৩-এ করোনার এন্ট্রি। একজন তারকা ক্রিকেটার করোনা পজিটিভ। এর আগে আইপিএল ২০২১- এর সময়ও করোনার কারণে লিগ মাঝপথে স্থগিত করা হয়েছিল। এর পর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- মহিমা, রিয়া থেকে কিম, বারবার সুন্দরীদের সঙ্গে প্রেম পরকীয়ায় জড়ান লিয়েন্ডার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023) -এ প্রাক্তন ভারতীয় ওপেনার এবং বিখ্যাত ধারাভাষ্যকার আকাশ চোপড়া করোনা পজিটিভ। আকাশ চোপড়া নিজেই তাঁর ভক্তদের সংক্রমণের কথা জানিয়েছেন।
আকাশ চোপড়াও তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছেন, করোনার কারণে তিনি আইপিএল ২০২৩-এ কয়েকদিন ধারাভাষ্য করতে পারবেন না।
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে লিখেছেন, 'ব্যঘাতের জন্য দুঃখিত। কোভিড আবার আঘাত করেছে। কয়েকদিন কমেন্ট্রি বক্সে দেখা হবে না। গলার অবস্থা খারাপ। লক্ষণগুলি হালকা।
আকাশ চোপড়ার ২০০৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। অভিষেক টেস্টে দুই ইনিংসে মোট ৭৩ রান করেছিলেন।কেরিয়ারে মোট ১০টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। ২৩ ব্যাটিং গড়ে ৪৩৭ রান করেছিলেন।দুটি হাফ সেঞ্চুরিও করেন। টেস্ট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে পারেননি।
আরও পড়ুন- IPL 2023: রাজধানীতে আজ মহাসংগ্রাম, গুজরাতের জয়ের হাসি কেড়ে নিতে প্রস্তুত দিল্লি
আকাশ চোপড়া আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। তবে আইপিএল কর্তৃপজ্ঞ এই ব্যাপারটে সেভাবে আমল দিচ্ছে না। এদিকে দেশের বিভিন্ন জায়গায় ফের করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। বহু জায়গায় প্রশাসন আবার মাস্ক পরে সাধারণ মানুষকে রাস্তার বেরনোর পরামর্শ দিচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।