কলকাতা: এর আগে হিন্দু ধর্মের দেব-দেবীদের নিয়ে বিতর্কতি মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকী। এবার ফের একবার বিতর্কে তিনি। আইপিএলের শো-তে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। কেন তাকে স্টার স্পোর্টসের শো-তে গেস্ট হিসেবে আনা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সম্প্রচারকারী চ্যানেলকেও কাঠগড়ায় তুলেছেন অভিযোগকারীরা। এমনকী এই ঘটনার জন্য অনেকেই স্টার স্পোর্টস ইন্ডিয়াকে বয়কট করার আহ্বান জানিয়েছেন।
২০২১ সালে একটি শো চলাকালীন হিন্দু দেবদেবীদের নিয়ে মন্তব্য করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছিল মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে। তারপর সেই ঘটনায় হাজতবাসও করতে তাকে। বর্তমানে তিনি জামিনে মুক্ত। সেই মামলা এখনও বিচারাধীন। সেই মুনাওয়ার ফারুকী গত ১২ মে মুম্বই ইন্ডিয়ানস এবং গুজরাত টাইটান্সের ম্যাচের সময় স্টার স্পোর্টসের শো-তে উপস্থিত ছিলেন। এতেই চটে যান নেটিজেনরা।
A time where Bollywood is always hesitating to promote Kerala story and the kashmir files .
Star sports and others ecosystems is giving platform to a Hinduphobic & Propagandist Munawar Faruqui. #BoycottStarSports pic.twitter.com/iI1YGls6IE
— श्रवण बिश्नोई (किसान) (@SharwanKumarBi7) May 16, 2023
প্রসঙ্গত, বিজেপি বিধায়ক মালিনী লক্ষ্মণ সিং গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় ফারুকী এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। গৌড় তার অভিযোগে বলেছিলেন, তিনি এবং তার কিছু সহযোগী একটি অনুষ্ঠানে হিন্দু দেবদেবীদের নিয়ে রসিকতা করেছিলেন। এরপরই গ্রেফতার হয়েছিলেন ফারুকী। এছাড়া তাদের বিরুদ্ধে কোভিড -১৯ অতিমারীর মধ্যে শো করার অভিযোগ আনা হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার এক বছর পর বেশ কয়েকটি রিয়েলিটি শো-তেও অংশ নিয়েছিলেন ফারুকী। কিন্তু আইপিএলের শো-তে এসে ফের শিরোনামে উঠে এলেন এই কমেডিয়ান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Controversy, IPL, IPL 2023