কলকাতা: ২০২২-২৩ রঞ্জি ট্রফি মরসুমে বাংলা দলের ফাইনােল ওঠায় যে ক্রিকেটাররা বড় ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন আকাশ দীপ। শুধু এবার নয় বিগত কয়েক মরসুম ধরেই বাংলার হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এই ডান হাতি মিডিয়াম পেসার। সদ্য সমাপ্ত রঞ্জি মরসুমে ৪১ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ভারতীয় দলের দরজাতেও কড়া নেড়ে দিয়েছেন এই বঙ্গ ক্রিকেটার। এবার ২০২৩ আইপিএলে আরসিবির হয়ে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন আকাশ দীপ।
ছেলে বেলা: বাংলার হয়ে খেলেলও আকাশ দীপের জন্ম কিন্তু এরাজ্যে নয়। ১৯৯৬ সালের ১৫ ডিসেম্বর আকাশ দীপ জন্মগ্রহণ করেন বিহারের সাসারামে। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল আকাশ দীপের। ক্রিকেট কোচিং শুরু করার পর অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে আকাশ দীপকে। তবে খেলার প্রতি ইচ্ছে ও যোগ্যাতর কারে অল্প সময়ের মধ্যেই যথেষ্ট নাম-ডাক করে ফেলেছিলেন আকাশ দীপ। পরে প্রফেশনাল ক্রিকেট খেলেন বাংলায় এসে।
ক্রিকেট কেরিয়ার: ক্লাব ক্রিকেটে সাফল্যের পর ২০১৮-১৯ সালে ৯ মার্চ সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে বাংলার হয়ে অভিষেক হয় আকাশ দীপের। লিস্ট এ -তে একই বছরের ২৪ সেপ্টেম্বর ও বিজয় হাজারে ট্রফিতে ডেবিউ হয় ২০১৯-২০ সালে। রঞ্জি ট্রফিতে অভিষেক হয়ে ২০১৯ সালে ২৫ ডিসেম্বর। ২০২১ সালে ২০ অগাস্ট আইপিএল দল পান আকাশ দীপ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে দলে নেয়। ২০২২ মেগা নিলামেও আকাশ দীপকে দলে নেয় আরসিবি।
আরও পড়ুনঃ Viral News: ক্রিকেটে এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? জানলে চক্ষু চড়কগাছ হবে আপনারও
ফার্স্ট ক্লাস কেরিয়ারে এখনও পর্যন্ত ২৪ ম্যাচে ৯০টি উইকেট নিয়েছেন আকাশ দীপ। এছাড়া লিস্ট এ কেরিয়ারে নিয়েছেন ১৬ ম্যাচে ২৫ উইকেট। টি-২০ কেরিয়ারে নিয়েছেন ৩২ ম্যাচে ৩৮ উইকেট। আইপিএলে ৫টি ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন আকাশ দীপ। গত রঞ্জি মরসুমে ১০ ম্যাচে ১৮ ইনিংসে ৪১ উইকেট নিয়েছেন আকাশ। প্রতিযোগিতায় সর্বোচ্চ উইতেট শিকারীদের তালিকায় সপ্তম স্থানে ছিলেন তিনি। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য আরসিবির হয়ে আইপিএলে ভালো পারফর্ম করাকে পাখির চোখ করে প্রস্তুতি করে পাখির চোখ করেছেন আকাশ দীপ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।