কলকাতা: দাদার ডাকে দিল্লির পথে অভিষেক পোড়েল। আইপিএলে আরও এক বাঙালি ক্রিকেটার সুযোগ পেতে চলেছেন। সব ঠিকঠাক থাকলে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শিবিরে দেখা যাবে বাংলার উইকেট কিপার ব্যাটারকে। অভিষেক পোড়েলকে নিতে চলেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডাকে রবিবার সল্টলেক যাদবপুর ক্যাম্পাসে উপস্থিত ছিলেন অভিষেক।
রঞ্জি সেমিফাইনাল খেলতে রবিবার বিকেলে ইন্দোর উড়ে গেল বাংলা দল। সেই দলের অন্যতম সদস্য অভিষেক পোড়েল রবিবার সকালেই কলকাতায় চলে আসেন চন্দননগর থেকে। কলকাতায় চলা দিল্লি ক্যাপিটালসের তিন দিনের ক্যাম্পে প্রথম দিন সৌরভের সঙ্গে কাজ শুরু করেন। হাতে কলমে সৌরভ অভিষেকের ভুল ত্রুটি শুধরে দেন। সৌরভ বলেন, "প্রত্যেক বোলারকে বুঝে খেলতে হবে। তাড়াহুড়ো করলে হবে না। ব্যাট করার সময় ডবল মাইন্ড কখনও থাকা যাবে না।"
প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন,"যখন মনে হচ্ছে বলটা স্টেপ আউট করে মারবে তখন সেটাই করতে হবে। নিজের সিদ্ধান্ত নিয়ে দু'বার ভাবনা চিন্তা নয়। আত্মবিশ্বাসী হতে হবে" সূত্রের খবর, অনুশীলনে অভিষেককে দেখে সৌরভের পছন্দ হয়েছে। তবে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এমনিতেই ঋষভ পন্থ দুর্ঘটনার কারণে চলতি বছর আইপিএলে খেলতে পারবেন না। তাই একজন ভারতীয় উইকেট কিপার প্রয়োজন দিল্লি দলের। নিলাম থেকে অভিষেককে না নিলেও দিল্লি ফ্রাঞ্চাইজি এই ক্যাম্পের পর অভিষেককে সই করাতে চাইছে বলে খবর। এমনিতে দিল্লি স্কোয়াডে জায়গা রয়েছে। সৌরভ অভিষেককে দীর্ঘক্ষণ পরামর্শ দেন কীভাবে কাজ করতে হবে। কী পরিকল্পনা করে প্রতিমুহূর্তে ব্যাট করতে হবে। নিজের হাতে ব্যাট ধরে সব দেখিয়ে দেন। এমনকি রঞ্জি ম্যাচের জন্য পরামর্শ দেন সৌরভ।
প্রসঙ্গত, অভিষেক পোড়েল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের স্ট্যান্ড বাই ক্রিকেটার ছিলেন। বাংলা দল থেকে ঋদ্ধিমান সাহা ত্রিপুরায় চলে যাওয়ার পর অভিষেক প্রথম একাদশে নিয়মিত। মারকুটে বাঁহাতি ব্যাটার হিসেবে অভিষেক পরিচিত। অভিষেক পোড়েল সম্পর্কে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলার জোরে বোলার ঈশান পোড়েলের ভাই হয়। সিএবি ঘরোয়া ক্রিকেটে সৌরভের ক্লাব বড়িশার হয়ে বর্তমানে খেলছেন।
আরও পড়ুনঃ ঋষভ পন্থ জায়গায় কে হলেন দিল্লির ক্যাপিটালসের অধিনায়ক, নিউজ18 বাংলায় প্রথম ঘোষণা সৌরভের
নিউজ18 বাংলাকে ইন্টারভিউ দিতে গিয়ে সৌরভ বলেন,"অভিষেককে আমরা ডেকেছিলাম। ওকে নিয়ে সিদ্ধান্ত আমরা জানিয়ে দেবো। ও সাহসী ক্রিকেটার। বাংলার হয়ে ভালো খেলছে।" কেকেআরে বাঙালি ক্রিকেটার জায়গা না পেলেও দিল্লি দলে সৌরভের হাত ধরে অনেকেই সুযোগ পাচ্ছেন। মুকেশ কুমারকেও দলে নিয়েছে দিল্লি। এবার অভিষেকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Cricket Team, Delhi Capitals, IPL 2023, Kolkata, Sourav Ganguly