পুণে: অবিশ্বাস্য! বুধবার রাতে পুণের মাঠে যে ইনিংসটা খেলেছেন প্যাট কামিন্স তা এককথায় অবিশ্বাস্যই বটে ৷ মুম্বই বরাবরই শক্ত গাঁট নাইটদের কাছে ৷ বুধবারও একসময়ে ম্যাচ হাত থেকে প্রায় ফসকেই গিয়েছিল কেকেআরের ৷ কিন্তু রোহিতদের চমকে দিয়ে একাই নাইটদের জেতালেন প্যাট কামিন্স ৷ তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে হাসতে হাসতে ম্যাচ জিতে নিল কেকেআর ৷ সেইসঙ্গে একাই পাঁচটি পুরস্কার নিয়েও চলে গেলেন কামিন্স ৷
এই জয়ের সুবাদে এখন লিগ টেবলে এক নম্বরে কলকাতা নাইট রাইডার্স ৷ ৪ ম্যাচ খেলে নাইটদের সংগ্রহ ৬ পয়েন্ট ৷ আপাতত ৩টি ম্যাচ জিতেছে তারা ৷ হার শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৷ দু’নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস ৷ ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট তাদের ৷ তিন নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স ৷ চারে পঞ্জাব কিংস ৷
আরও পড়ুন-বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে আজ পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আইপিএলের বরাবরের ফেভারিট দুই দল মুম্বই এবং চেন্নাইয়ের এ বছর শুরুটা একেবারেই ভাল হয়নি ৷ লিগ টেবলে সিএসকে এবং মুম্বই রয়েছে যথাক্রমে ৮ এবং ৯ নম্বরে ৷ এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি তারা ৷ নেট রান রেটের বিচারে মুম্বইয়ের চেয়ে সামান্য এগিয়ে চেন্নাই ৷
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে সব চেয়ে বেশি স্ট্রাইক রেটও কামিন্সের। ম্যাচ শেষে মোট আটটি পুরস্কার দেওয়া হয়। প্রতিটি পুরস্কারের মূল্য এক লক্ষ টাকা। কামিন্স পাঁচটি পুরস্কার পেয়েছেন। এই ম্যাচে ছ'টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১৫ বলে ৫৬ রান করেন কামিন্স। স্ট্রাইক রেট ৩৭৩.৩৩।
Pat Cummins finishes things off in style!
Also brings up the joint fastest half-century in #TATAIPL off 14 deliveries.#KKR win by 5 wickets with 24 balls to spare. Scorecard - https://t.co/22oFJJzGVN #KKRvMI #TATAIPL pic.twitter.com/r5ahBcIWgR — IndianPremierLeague (@IPL) April 6, 2022
এদিন অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ব্যাট করতে নেমে একাই বদলে দেন ম্যাচের রং। মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের পিটিয়ে ছাতু করলেন অস্ট্রেলিয়ান তারকা। বুঝিয়ে দিলেন শুধু বল নয়, ব্যাট হাতেও তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। ১৪ বলে অর্ধ শতরান পূর্ণ করলেন কামিন্স। চার ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নিল কেকেআর। পাশাপাশি হারের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Pat Cummins