#কলকাতা: এক-দুদিন নয়, তিন বছর পর আবার আইপিএল ফিরল কলকাতায়। ২০১৯ সালে শেষবার ইডেনে আইপিএলের ম্যাচ হয়েছিল। তার পর করোনার প্রকোপ শুরু হয়। আইপিএল চলে যায় দেশের বাইরে। শেষমেশ ক্রিকেটের নন্দন-কাননে ফিরল আইপিএলের ম্যাচ।
চলতি আইপিএল মরশুমের প্লে-অফের দুটি ম্যাচ হবে ইডেনে। তা নিয়ে ইতিমধ্যে বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। শহরে বিরাট কোহলি, কে এল রাহুলের মতো তারকারা। উত্তেজনা থাকাই তো স্বাভাবিক।
আরও পড়ুন- ইডেনে বিরাট-শো, আরসিবির লাফালাফি এক মিনিটে বন্ধ করতে পারে এলএসজি-র এই দুই তারকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Ipl 2022) চলতি মরশুমে লিগ পর্বের খেলা এখনও শেষ হয়নি। তবে এরই মধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে প্লে-অফে সুযোগ পাওয়া চারটি দল কারা!
গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়েন্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জায়গা করে নিয়েছে আইপিএল ২০২২-এর প্লে-অফে। এর মধ্যে আরসিবি ও লখনউ এলিমিনেটর ম্যাচে খেলবে একে অপরের বিরুদ্ধে, ইডেনে।
এবার দেখে নেওয়া যাক প্লে-অফে কে কোন পজিশন-এ রয়েছে-
২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স।
১৮ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস দুইয়ে। কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস রয়েছে তিনে। শনিবার দিল্লি ক্যাপিটালসের হারে প্লে-অফে জায়া পেয়েছে আরসিবি। তারা রয়েছে চতুর্থ স্থানে।
নিয়মানুযায়ী, লিগ পর্বের সেরা দুটি দল (গুজরাট ও রাজস্থান) খেলবে কোয়ালিফায়ার-১-এর ম্যাচে। ওই ম্যাচে জয়ী দল সরাসরি খেলবে আইপিএল ২০২২-এর ফাইনাল।
আরও পড়ুন- কালো টি-শার্ট, আর্মি গ্রিন ট্রাউজারে ধোনি, আইপিএল অতীত, এবার কি সিনেমায়?
অন্যদিকে, হেরে যাওয়া দলকে অপেক্ষা করতে হবে। তিন ও চারে থাকা (লখনউ ও বেঙ্গালুরু) খেলবে এলিমিনেটর ম্যাচে। ওই ম্যাচে হেরে যাওয়া দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। বিজয়ী দল আরেকটি ম্যাচ খেলবে কোয়ালিফায়ার -১ এ হেরে যাওয়া দলের বিরুদ্ধে। ওই ম্যাচের বিজয়ী দল চলে যাবে ফাইনালে।
আইপিএলের প্লে-অফে যে যার মুখোমুখি
২৪ মে- কোয়ালিফায়ার-১ : গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস।
২৫ মে - এলিমিনেটর : লখনউ সুপার জায়ান্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
২৭ মে -কোয়ালিফায়ার -২ : কোয়ালিফায়ার-১ এ পরাজিত দল বনাম এলিমিনেটরে বিজয়ী দল।
২৯ মে- ফাইনাল : কোয়ালিফায়ার-১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার -২ এর বিজয়ী দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022