#মুম্বই:রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএল ২০২২ (IPL 2022) জোর লড়াই পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Punjab Kings vs Royal Challengers Bangalore)৷ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতল (Toss Update) পঞ্জাব কিংস৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংসের৷ এই ম্যাচে ৯ বছর বাদে বিরাট কোহলি আরসিবি-র জার্সিতে খেলবেন কিন্তু অধিনায়ক থাকবেন না৷
দেখে নিন টসের ভিডিও
Captain @mayankcricket wins the toss and @PunjabKingsIPL have elected to bowl first against @RCBTweets Live - https://t.co/LiRFG8lgc7 #TATAIPL #PBKSvRCB pic.twitter.com/nurcajJPAX
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
দুই দলই এখনও অবধি আইপিএল খেতাব জিততে পারেনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত মরশুমে এলিমিনেটরে থেকে কেকেআরের কাছে হেরে বিদায় নিয়েছিল বিরাট কোহলির আরসিবি৷ পঞ্জাব কিংস ষষ্ঠ স্থানে থেকে আইপিএল ২০২২ অভিযান শেষ করেছিল৷
পঞ্জাব কিংস বনাম আরসিবি (PBKS vs RCB) ম্যাচের পিচ রিপোর্ট (Pitch Update) ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হালকা বাউন্স থাকছে৷ যা বোলারদের সাহায্য করবে৷ ম্যাচের রান ১৬০-১৭০-র আশেপাশে থাকবে৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই পাওয়া যাবে সাহায্য৷
পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Punjab Kings vs Royal Challengers Bangalore) ওয়েদার রিপোর্ট (Weather Report) তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫% , বাতাসের গতি ১১ কিমি/ঘণ্টা৷ বৃষ্টি হওয়ার কোনও সম্ভবনা নেই৷
পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (PBKS vs RCB) চোট আপডেট (Injury Update) আরসিবি-র জন্য গ্লেন ম্যাক্সওয়েল, জস হেজেলউড, এবং জ্যাসন বেহ্রেনড্রফ আইপিএল ২০২২ ( IPL 2022) খেলছেন না পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজের জন্য পঞ্জাব কিংসের জন্য জনি বেয়রেস্তো প্রথম সপ্তাহে নেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য৷ কাগিসিও রাবাদা খেলতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।