হোম /খবর /খেলা /
নতুন দুই অধিনায়ক নিয়ে বাজি লড়তে তৈরি, PBKS vs RCB -র ওয়েদার ও পিচ আপডেট

IPL 2022: নতুন দুই অধিনায়ক নিয়ে বাজি লড়তে তৈরি, PBKS vs RCB -র ওয়েদার ও পিচ আপডেট

PBKS vs RCB match Pitch update, weather update, Probable 11-Photo Courtesy- RCB/Twitter

PBKS vs RCB match Pitch update, weather update, Probable 11-Photo Courtesy- RCB/Twitter

আইপিএলের ইতিহাসে এই PBKS vs RCB দুই দল মোট ২৮ বার মুখোমুখি হয়েছে৷ পঞ্জাব কিংস ১৫ বার জিতেছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছে ১৩ বার৷ দু দলেরই জন্যেই বাইশ গজের লড়াইতে নামার আগে ম্যাচ একইভাবে সমান সমান৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএল ২০২২ (IPL 2022) জোর লড়াই পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Punjab Kings vs Royal Challengers Bangalore)৷  দুই দলই এখনও অবধি আইপিএল খেতাব জিততে পারেনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত মরশুমে এলিমিনেটরে থেকে কেকেআরের কাছে হেরে বিদায় নিয়েছিল বিরাট কোহলির আরসিবি৷ পঞ্জাব কিংস ষষ্ঠ স্থানে থেকে আইপিএল ২০২২ অভিযান শেষ করেছিল৷

আইপিএলের ইতিহাসে এই PBKS vs RCB দুই দল মোট ২৮ বার মুখোমুখি হয়েছে৷ পঞ্জাব কিংস ১৫ বার জিতেছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছে ১৩ বার৷ দু দলেরই জন্যেই বাইশ গজের লড়াইতে নামার আগে ম্যাচ একইভাবে সমান সমান৷

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স  ব্যাঙ্গালোর (Punjab Kings vs Royal Challengers Bangalore) ওয়েদার রিপোর্ট (Weather Report)

তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫% , বাতাসের গতি ১১ কিমি/ঘণ্টা৷ বৃষ্টি হওয়ার কোনও সম্ভবনা নেই৷

আরও পড়ুন- IPL 2022: ১৫.২৫ কোটি টাকার ইশান কিশান, আইপিএলের প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিলেন ব্যাট হাতে

পঞ্জাব কিংস বনাম আরসিবি  (PBKS vs RCB) ম্যাচের পিচ রিপোর্ট (Pitch Update)

ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হালকা বাউন্স থাকছে৷ যা বোলারদের সাহায্য করবে৷ ম্যাচের রান ১৬০-১৭০-র আশেপাশে থাকবে৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই পাওয়া যাবে সাহায্য৷

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (PBKS vs RCB) চোট আপডেট (Injury Update)

আরসিবি-র জন্য গ্লেন ম্যাক্সওয়েল, জস হেজেলউড, এবং জ্যাসন বেহ্রেনড্রফ আইপিএল ২০২২ ( IPL 2022) খেলছেন না পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজের জন্য৷

পঞ্জাব কিংসের জন্য জনি বেয়রেস্তো প্রথম সপ্তাহে নেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য৷

কাগিসিও রাবাদা খেলতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলছেন৷

আরও পড়ুন - IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ (Probable 11 )

পঞ্জাব কিংস (Punjab Kings)- Shikhar Dhawan, Mayank Agarwal (অধিনায়ক), Liam Livingstone, Bhanuka Rajapaksa, Shahrukh Khan, Jitesh Sharma (উইকেটকিপার), Odean Smith, Harpreet Brar, Sandeep Sharma, Rahul Chahar, Arshdeep Singh

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) -Faf du Plessis (অধিনায়ক), Anuj Rawat, Virat Kohli, Mahipal Lomror, Sherfane Rutherford, Dinesh Karthik (উইকেটকিপার), Wanindu Hasaranga, David Willey, Harshal Patel, Shahbaz Ahmed, Mohammed Siraj

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2022, PBKS, RCB