#মুম্বই: আইপিএল ২০২২ এ অভিষেক ঘটেছে লখনউ সুপার জায়ন্টস দলের৷ ৮ টি ম্যাচের মধ্যে ৫ টি ম্যাচ জিতে পয়েন্ট টেবলের প্রথম চারে রয়েছে তারা৷ কেএল রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়ন্টসের শানদার সফর জারি রয়েছে৷ প্লে অফের টিকিটের লড়াইতে বাকি দলগুলিকে কড়া টক্কর দিচ্ছে তারা৷ কিন্তু হঠাৎই এক দুঃসময়ের ইঙ্গিতবাহী মেঘ উঁকি দিচ্ছে শিবিরে৷ আর যাঁকে নিয়ে চিন্তা তিনি হলেন খোদ কেএল রাহুল৷ তিনি যদি আর একটি ভুলও করেন তাহলে ব্যান হয়েও যেতে পারেন লখনউ সুপার জায়ন্টসের অধিনায়ক৷
আসলে স্লো ওভার রেটের কারণে কেএল রাহুল দুবার ইতিমধ্যেই শাস্তি ভুগেছেন৷ আইপিএল নিয়ম অনুযায়ি যদি কোন ক্রিকেটার তৃতীয়বার এই ভুল করেন তাহলে তাঁর আরও কড়া সাজা হয়৷ এক ম্যাচের জন্য ব্যান অর্থাৎ নির্বাসিত হয়ে যেতে পারেন তিনি৷ প্লে অফের টিকিটের জন্য যে কঠিন লড়াই রয়েছে এই মুহূর্তে তার খুব কাছাকাছি জায়গায় রয়েছে লখনউ সুপার জায়ন্টস৷ এই অবস্থায় কোনও ম্যাচে যদি কেএল রাহুলকে না পাওয়া যায় তাহলে তা দলের জন্য খুবই খারাপ হবে৷
আরও পড়ুন - Weather Alert: কলকাতাতেও জারি তাপপ্রবাহের সতর্কতা, জনগণকে সুরক্ষিত রাখতে বিশেষ নির্দেশিকা
কেএল রাহুলকে দু বার জরিমানা করা হয়েছে
আসলে কেএল রাহুল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ৩৭ নম্বর ম্যাচে স্লো বোলিং করিয়েছিলেন৷ যার জন্য ২৪ লক্ষ টাকার জরিমান ভরতে হয়েছে তাঁকে৷ আর দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থাৎ ৬ লক্ষ টাকা করে জরিমানা দিতে হয়েছে৷ লখনউয়ের এটা দ্বিতীয় ভুল ছিল৷ এর আগে মুম্বইয়ে বিরুদ্ধেও একই ভুল করেছিল৷ মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে তিন ১২লক্ষ টাকা জরিমানা দিয়েছিল৷
আসলে এই ভু অবশ্য রাহুল একাই করেননি মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাও ইতিমধ্যেই এই ভুল ২ বার করে ফেলেছেন৷ তিনিও তাই এক ম্যাচে ব্যান হতে পারার পরিস্থিতির খুবই কাছে রয়েছেন৷ দোষী হলে ব্যান হওয়ার পাশাপাশি ৩০ লক্ষ টাকা জরিমানাও করা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।