মুম্বই: আইপিএলে এ বছর শুরুটা এখনও পর্যন্ত খুব খারাপ হয়নি কলকাতা নাইট রাইডার্সের ৷ গত ম্যাচে পঞ্জাব কিংসকে হারানোর পর এখন চনমনে মেজাজেই রয়েছেন নাইটরা (KKR vs MI) ৷ এবার সামনে রোহিতের মুম্বই ৷ বরাবরই যারা শক্ত গাঁট কেকেআরের কাছে ৷ আইপিএলে সবচেয়ে খারাপ রেকর্ড কোন দলের বিরুদ্ধে, তা সকলেরই জানা ৷ তাই মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি জোরকদমেই সেরে রেখেছেন নাইটরা ৷ রোহিতদের বিরুদ্ধে চলতি টুর্নামেন্টের তৃতীয় জয়টা পেতে মরিয়া শাহরুখ খানের দল (IPL 2022) ৷
View this post on Instagram
ম্যাচের আগে মেটাভার্সের দুনিয়ায় আত্মপ্রকাশ গ্যালাক্সি অব নাইটসের। যা নিয়ে উচ্ছ্বসিত কেকেআর কর্ণধার শাহরুখ খান। আইপিএলের দ্বিতীয় দল হিসেবে মেটাভার্সে কেকেআর ৷
কেকেআর উইনিং কম্বিনেশন ভাঙবে কী না, তা তো সময়েই বলবে ৷ তবে মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের সেরা একাদশ নামাতে বদ্ধপরিকর নাইটরা ৷ মম্বইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ। দেখে নিন এক নজরে। বোলাররা ভাল ছন্দে রয়েছেন। ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠছেন আন্দ্রে রাসেল।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Kolkata Knight Riders