#মুম্বই : আর কিছুক্ষণের মধ্যেই কেকেআর এবারের আইপিএল ২০২২ এ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে৷ আজ ম্যাচ ওয়াংখেড়েতে৷ আরসিবি-র কাছে হারের পর এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া নাইট বাহিনী৷ এক নজরে দেখে নিন কখন হবে টস (Toss), কখন থেকেই বা শুরু হবে (When and where to watch KKR vs PBKS) কেকেআর বনাম পিবিকেএস (KKR vs PBKS ) ম্যাচ৷
KKR vs PBKS -র মধ্যে আইপিএল ২০২২ -র মোকাবিলা কোথায় হবে?
KKR vs PBKS -র আইপিএল ২০২২ মধ্যে খেলা শুক্রবার ১ এপ্রিল খেলা হবে৷