#কলকাতা: আইপিএলের (IPL) প্রথম মরশুম অর্থাৎ ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয়ে আইপিএল অভিযান শুরু করেছিল রাজস্থান রয়্যালস৷ সদ্য প্রয়াত শেন ওয়ার্নের অধিনায়কত্বে সেবার আইপিএল জিতেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)৷ কিন্তু তারপর থেকে সেই সাফল্যের স্বাদ আর চাখা হয়নি৷ উল্টে দলের অন্যতম কর্ণধার রাজ কুন্দ্রা বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকায় তাঁদের আইপিএল থেকে নির্বাসিতও থাকতে হয়৷
এবারের আইপিএ ২০২২ (IPL 2022) সঞ্জু স্যামসনকে অধিনায়ক করে দল সাজিয়েছে রাজস্থান রয়্যালস (RR)৷
আরও পড়ুন - IPL 2022: খেতাব রক্ষার লড়াইতে নামবে চেন্নাই সুপার কিংস , জেনে নিন সব তথ্য
একনজরে দেখে নিন রাজস্থান রয়্যালসের (RR) পুরো স্কোয়াড আর কত করে দিয়ে ক্রিকেটার তুলল তারা৷
আরও পড়ুন - Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন
(RR) ক্যাপ্টেন - সঞ্জু স্যামসন
ফুল স্কোয়াড: সঞ্জু স্যামসন (১৪ কোটি)/ জস বাটলার (১০ কোটি)/ যশস্বী জয়সওয়াল (৪ কোটি)/ আর. অশ্বিন (৫ কোটি)/ ট্রেন্ট বোল্ট (৮ কোটি)/ শিমরন হেটমায়ার (৮.২৫ কোটি)/ দেবদত্ত পাডিকল (৭.৭৫ কোটি)/ প্রসিধ কৃষ্ণ (১০ কোটি)/ যুজবেন্দ্র চাহাল (৬.৫ কোটি)/ রিয়ান পারগ (৩.৮ কোটি)/ কেসি ক্যারিয়াপ্পা (০.৩ Cr)/ নবদ্বীপ সাইনি (২.৬ কোটি)/ ওবেদ ম্যাককয় (০.৭৫ কোটি)/ অনুনয় সিং (০.২ কোটি)/ কুলদীপ সেন (০.২ কোটি)/ করুণ নায়ার (১.৪ কোটি) / ধ্রুব জুরেল (০.২ কোটি)/ তেজস বারোকা (০.২ কোটি)/ কুলদীপ যাদব (০.২ কোটি)/ শুভম গারওয়াল (০.২ কোটি)/ জেমস নিশাম (১.৫ কোটি)/ নাথান কুল্টার নাইল (২.০ কোটি) ড্যারিল মিচেল (০.৭৫ কোটি)/ রাসি ভ্যান ডের ডুসেন (১.০ কোটি)।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Rajasthan Royals