#নয়াদিল্লি: পঞ্জাব কিংস (PKBS)- আইপিএল ২০২২ (IPL 2022) খেলবে পঞ্জাব কিংস৷ খেতাবের কাছাকাছি গেলেও এখনও খেতাব জয় করা হয়নি এই ফ্রাঞ্চাইজির৷ এর আগে অবশ্য প্রথম বেশ কিছু মরশুম আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব নামে খেলেছে তারা৷
এবারের আইপিএল ২০২২ নিলামের আগে নিজেদের গত মরশুমের অধিনায়ককেও ছেড়ে দিয়েছিল , তারা নতুন অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালের নেতৃত্বে এ মরশুমে খেলবে৷
পঞ্জাব কিংস (PBKS) অধিনায়ক - ময়ঙ্ক আগরওয়াল দেখে নিন পঞ্জাব কিংস কোন প্লেয়ারকে কোন দরে তুলে নিলসম্পূর্ণ স্কোয়াড: ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি)/ আরশদীপ সিং (৪ কোটি)/ শিখর ধাওয়ান (৮.২৫ কোটি)/ কাগিসিও রাবাদা (৯.২৫ কোটি)/ জনি বেয়ারস্টো (৬.৭৫ কোটি)/ রাহুল চাহার (৫.২৫ কোটি)/ শাহরুখ খান (৯ কোটি)/ হারপ্রীত ব্রার (৩.৮ কোটি)/ জিতেশ শর্মা (০.২ কোটি)/ ইশান পোরেল (০.২৫ কোটি)/ প্রভসিমরান সিং (০.৬ কোটি)/ লিয়াম লিভিংস্টোন (১১.৫ কোটি)/ ওডেন স্মিথ (৬ কোটি)/ সন্দীপ শর্মা (০.৫ কোটি)/ রাজ অঙ্গদ বাওয়া (২ কোটি)/ ঋষি ধাওয়ান (০.৫৫ কোটি)/ প্রেরক মানকদ (০.২ কোটি)/ বৈভব অরোরা (২.০ কোটি)/ বালতেজ সিং (০.২ কোটি)/ অংশ প্যাটেল (০.২ কোটি)/ রিটিক চ্যাটার্জি (০.২ কোটি)/ ইশান পোরেল (০.২৫ কোটি)/ নাথান এলিস (০.৭৫ কোটি)/ অথর্ব তাইদে (০.২ কোটি)/ ভানুকা রাজাপাকসে (০.৫ কোটি)/ বেনি হাভেল (০.৪ কোটি)।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।