#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স (MI)- আইপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (MI)৷ তারা এখনও অবধি পাঁচবার আইপিএল (IPL 2022) ট্রফি জিতেছে৷ রোহিত শর্মার অধিনায়কত্বেই প্রতিবার এই ট্রফি জিতেছে তারা৷ গতবার ফাইনাল থেকে খালি হাতে ফেরা রোহিতের মুম্বই আরও ঝাঁপাবে খেতাবের জন্য৷
মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়ক - রোহিত শর্মা
মুম্বই ইন্ডিয়ান্সের দল ও প্লেয়ারদের দাম জেনে নিন
সম্পূর্ণ স্কোয়াড: রোহিত শর্মা (১৬ কোটি)/ জসপ্রীত বুমরাহ (১২ কোটি)/ সূর্যকুমার যাদব (৮ কোটি)/ কায়রন পোলার্ড (৬)/ ইশান কিশান (১৫.২৫ কোটি)/ ডিওয়াল্ড ব্রেভিস (৩ কোটি)/ বাসিল থামপি (০.৩ কোটি)/ মুরুগান অশ্বিন (১.৬ কোটি)/ জয়দেব উনাদকাট (১.৩ কোটি)/ মায়াঙ্ক মারকান্ডে (০.৬৫ কোটি)/ থিলক ভার্মা (১.৭ কোটি)/ সঞ্জয় যাদব (০.৫ কোটি)/ জোফরা আর্চার (৮.০ কোটি)/ ড্যানিয়েল সামস (২.৬ কোটি)/ তাইমাল মিলস (১.৫ কোটি)/ টিম ডেভিড (৮.২৫ কোটি)/ রিলে মেরেডিথ (১ কোটি)/ মহ. আশরাদ খান (০.২ কোটি)/ আনমোলপ্রীত সিং (০.২ কোটি)/ রমনদীপ সিং (০.২ কোটি)/ রাহুল বুদ্ধি (০.২ কোটি)/ হৃতিক শোকিন (০.২ কোটি)/ অর্জুন টেন্ডুলকার (০.৩ কোটি)/ আরিয়ান জুয়াল (০.২ কোটি)/ ফ্যাবিয়ান অ্যালেন (০.৭৫ কোটি)।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Mumbai Indians