#কলকাতা: দিল্লি ক্যাপিটাল্স(DC) – দিল্লি ক্যাপিটাল্সের নাম বদলে পারফরম্যান্স গ্রাফ খানিকটা উন্নত হলেও এখনও অবধি দিল্লি ফ্রাঞ্চাইজি কোনওদিন আইপিএল (IPL) খেতাব জেতেনি দিল্লি ক্যাপিটাল্স৷
এর আগে দিল্লি ফ্রাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস৷ দেখে নিন দিল্লি ক্যাপিটাল্সের প্লেয়ারদের লিস্ট এবং তাদের কত দামে কিনল এই ফ্রাঞ্চাইজি৷
দিল্লি ক্যাপিটালস (DC) ক্যাপ্টেন – ঋষভ পন্থ
সম্পূর্ণ স্কোয়াড: ঋষভ পন্থ (১৬ কোটি)/ অক্ষর প্যাটেল (৯ কোটি)/ পৃথ্বী শ (৭.৫ কোটি)/ অ্যানরিচ নরৎজে (৬.৫ কোটি)/ ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি)/ মিচেল মার্শ (৬.৫ কোটি)/ শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি)/ মুস্তাফিজুর রহমান (২ কোটি)/ কুলদীপ যাদব (২ কোটি)/ অশ্বিন হেব্বার (০.২ কোটি)/ সরফরাজ খান (০.২ কোটি)/ কমলেশ নাগারকোটি (১.১ কোটি)/ কেএস ভারত (২ কোটি)/ মনদীপ সিং (১.১ কোটি)/ সৈয়দ খলিল আহমেদ (৫.২৫ কোটি)/ চেতন সাকারিয়া (৪.২ কোটি)/ ললিত যাদব (০.৬৫ কোটি)/ রিপাল প্যাটেল (০.২ কোটি)/ যশ ধুল (০.৫ কোটি)/ রোভমান পাওয়েল (২.৮ কোটি)/ প্রবীণ দুবে (০.৫ কোটি)/ লুঙ্গি এনগিডি (০.৫ কোটি)/ টিম সেয়ারফেট (০.৫ কোটি)/ ভিকি অস্টওয়াল (০.২ কোটি)।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Capitals, IPL 2022