#মুম্বই: আইপিএল ২০২২ (IPL 2022) রবিবার ডবল হেডার৷ দিনের প্রথম খেলায় বিকেল ৩.৩০ এ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC)৷ এখনও অবধি আইপিএল ২০২২ এ কেকেআরের পারফরম্যান্স দুর্দান্ত৷ শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দল ৪ টি ম্যাচের মধ্যে ৩ টি তে জিতেছে৷ পাশাপাশি আইয়ারের অধিনায়কত্বে পয়েন্ট টেবলের টপে রয়েছে নাইট ব্রিগেড৷ অন্যদিকে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল এখনও অবধি মোটামুটি পারফরম্যান্স৷ জয় দিয়ে অভিযান শুরু করলেও তারপরের দুটি ম্যাচে পরপর হারতে হয়েছে দিল্লিকে৷ ফলে ৩ টি ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জিতেছে দিল্লি ক্যাপিটাল্স৷ ফলে ঋষভ পন্থ আর জয়ের ট্র্যাকে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন৷
এদিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচ ছাড়া দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস খেলতে নামবে লখনউ সুপার জায়ন্টসের বিরুদ্ধে৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচের কথার আগে যেটা ফ্যানদের স্বস্তি দিয়েছে তা হল আন্দ্রে রাসেলের ধামাকা ফর্ম৷ তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩১ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন৷
আরও পড়ুন - ১৫ তলার বারান্দা থেকে কোন মদ্যপ ক্রিকেটার ঝুলিয়েছিল, নামটা বলুক চাহাল- রেগে আগুন সেহওয়াগ
তাঁর পারফরম্যান্স দিল্লির বিরুদ্ধেও শানদার হবে মনে করছেন কেকেআর ফ্যানরা৷ এদিকে পেসবোলিংয়ে উমেশ যাদব এখনও অবধি কামাল পারফরম্যান্স করেছেন৷ এখনও অবধি ৪ ম্যাচে তিনি সবচেয়ে বেশি ৯ উইকেট নিয়েছেন৷ তাই তাঁর ওপরেও আস্থা থাকবে নাইট ফ্যানদের৷ অন্যদিকে দিল্লির কথা বললে পৃথ্বী শ এবং ঋষভ পন্থ দুজনেই একা হাতে ম্যাচ বদলানোর ক্ষমতা রাখেন৷
কেকেআর বনাম দিল্লি ম্যাচের ড্রিম ইলেভেন (KKR vs DC Dream 11 Team Prediction)
অধিনায়ক - আন্দ্রে রাসেল
সহ অধিনায়ক- সুনীল নারিন
উইকেটকিপার- ঋষভ পন্থ, স্যাম বিলিংস
ক্রিকেটার- পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ডেভিড ওয়ার্নার
অলরাউন্ডার - বেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল
বোলার- উমেশ যাদব, কুলদীপ যাদব
দুই দল এই রকম-
দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals)- ঋষভ পন্থ (অধিনায়ক), পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, এনরিক নোর্ৎজে, ডেভিড ওয়ার্নার, রোবম্যান পাওয়েল, যশ ধুল, মিচেল মার্শ, সরফরাজ খান, কেএস ভরত, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, কমলেশ নাগরাকোটি, মুস্তাফিজুর রহমান, অশ্বিন হেব্বর, মন্দীপ সিং, খলিল আহমেদ, চেতন সকারিয়া, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রবীণ দুবে, লুঙ্গি এনগিডি. টিম সাইফর্ট
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Riders) - শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, নীতিশ রাণা, শেল্ডন জ্যাকসন, বাবা ইন্দ্রজিৎ, অনুকূল রায়, রিঙ্কু সিং, রসিখ সলাম, প্যাট কামিন্স, শিভম মাভি, অভিজিৎ তোমার, চামিকা করুণারত্নে, প্রথম সিং, অশোক শর্মা, রমেশ কুমার, টিম সাউদি, অ্যারন ফিঞ্চ, স্যাম বিলিংস, উমেশ যাদব, মহম্মদ নবী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।