#নয়াদিল্লি: আইপিএল ২০২২ (IPL 2022) -এ মেগা অকশন (IPL 2022 Auction) থেকে একাধিক সেভাবে নাম না জানা ক্রিকেটাররা এক ঝটকায় কোটি কোটি পতি হয়ে গেলেন৷ এরইমধ্যে উত্তরপ্রদেশের বাঁহাতি জোরে বোলার যশ দয়ালও (Yash Dayal) এই কোটিপতিদের তালিকায় ঢুকে গেলেন৷ নিলামে নামার আগে পড়াশুনো করে বসা আইপিএল ফ্রাঞ্চাইজিরা এই ক্রিকেটারের গুণ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন৷ ২০ লক্ষ টাকা বেস প্রাইসে থাকা এই ক্রিকেটারের দিকে নজর ছিল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ১৬ গুণ বেশি দাম দিয়ে ৩.২০ কোটি টাকায় কিনল৷ যশ নিজে স্বপ্নেও ভাবেননি আইপিএল নিলাম থেকে তাঁকে কেনা হবে৷ তিনি এখন গুরুগ্রামে রনজি ট্রফি (Ranji Trophy) খেলবেন৷ তিনি নিজের দল উত্তরপ্রদেশের সঙ্গে হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন৷
যশ দয়াল (Yash Dayal) হোটেলের রুমে বসে আইপিএলের নিলাম দেখছিলেন৷ তাঁর নাম আর কিছুতেই আসছে না দেখে তিনি টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়েন৷ শুধু সেটুকুই নয় নিজের মোবাইল ফোনও সাইলেন্ট করে দিয়ে ঘুমিয়ে পড়েন৷ যখন ঘুম ভাঙে তখন দেখেন ফোনে বন্ধু ও পরিবারের সদস্যদের অসংখ্য মিসড কল৷ মেসেজও ঢুকেছে প্রচুর৷ তাঁর ফোনে বাবা চন্দ্রপাল সিংয়ের ২০ টা মিসড কল৷ উনি সবার আগে বাবাকেই কলব্যাক করেন তখন তাঁর বাবা সুখবর দেন তিনি আইপিএলে সুযোগ পেয়েছেন৷ শুধু তাই নয় ১৬গুণ বেশি টাকায় ৩.২ কোটি টাকায় বিক্রি হয়েছেন৷
আরও পড়ুন - IPL Auction 2022: ‘‘বাবা আজ আর নেই, তবে বাবা-র প্রিয় দলেই আমি খেলব’’ কান্নাভেজা গলায় রাজবর্ধন হেঙ্গারকর
যশ অকশন দেখতে দেখতে শুয়ে পড়েন
যশের বাবা চন্দ্রপাল ফোন করে করে ছেলেকে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন বাবা৷ চন্দ্রপাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘আমরা এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলাম যে ফোন পেয়েও ছেলে কেন উঠছে না৷ আমি যখন ওঁকে নিলামের বিষয়ে বলি তখন ও ভাবছিল আমি ওঁকে ক্ষেপাচ্ছি৷ দলের থেকেও কোনও ক্রিকেটার ওঁর ঘরে যায়নি৷ কারণ করোনা প্রটোকলে হোটেলের এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ায় মানা ৷’’
আরও পড়ুন - Explained: ভালবাসার উদযাপন না মুনাফার বাজার? ভ্যালেন্টাইনস ডে নিয়ে চমকে দেবে এই তথ্য
যশ বলকে দুই দিকেই সুইং করাতে পারেন৷ বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৩.৭৭ ইকনমি রেটে ১৪ উইকেট নিয়েছিলেন৷ যশ দুই দিকেই বল সুইং করাতে পারতেন৷ তিনি ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করতে পারেন৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, IPL Auction