হোম /খবর /খেলা /
IPL 2020: নতুন দশক, নতুন RCB, নতুন লোগো ! কেমন হল বিরাটদের নতুন লোগো ? দেখে নিন

IPL 2020: নতুন দশক, নতুন RCB, নতুন লোগো ! কেমন হল বিরাটদের নতুন লোগো ? দেখে নিন

অবশেষে সব জল্পনার অবসান ৷ দলের নতুন লোগো প্রকাশ করল আরসিবি ৷

  • Last Updated :
  • Share this:

#বেঙ্গালুরু: নতুন বছর, নতুন দশক ৷ নতুন লোগোও তাই প্রকাশ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ বিরাটের দল যে এমনটা করতে চলেছে, তার একটা আঁচ  আগেই পাওয়া গিয়েছিল ৷ অবশেষে সব জল্পনার অবসান ৷ দলের নতুন লোগো প্রকাশ করল আরসিবি ৷ এবছর আইপিএলে এই নতুন লোগোই দেখা যাবে বিরাটদের জার্সি-সহ সব জায়গায় ৷

আরসিবি-র সঙ্গে সম্প্রতি তিন বছরের জন্য চুক্তি হয়েছে মুথুট ফিনকর্পের ৷ এরপর একে একে ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়ার সব হ্যান্ডেলেও দেখা যায় অনেক কিছু বদল ৷ এবার দলের নতুন লোগো প্রকাশ করল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা বলেছেন, “এই লোগো হল সমর্থকদের আনন্দ দেওয়া ও তাদের সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকার। কারণ, সমর্থকরাই আমাদের আসল শক্তি। ফ্র্যাঞ্চাইজির জন্য এই বদল প্রয়োজন ছিল বলেই আমরা মনে করি ৷ ’’

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: IPL 2020, RCB, Royal Challengers Bangalore