#মুম্বই: করোনা ভাইরাস অতিমারির জেরে ২০২০ সালের IPL (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) হবে কিনা, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে৷ তবে BCCI সূত্রের খবর, ২০২০-র আইপিএল সম্ভবত ভারতের বাইরে হবে৷ সে ক্ষেত্রে সম্ভাব্য তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ও শ্রীলঙ্কা৷
সংবাদ সংস্থা IANS-কে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, এ বারের আইপিএল দেশের বাইরে হতে পারে৷ সে ক্ষেত্রে UAE ও শ্রীলঙ্কাই বিসিসিআই-এর প্রথম পছন্দের তালিকায় রয়েছে৷ T20 বিশ্বকাপের ভবিষ্যত্ আনুষ্ঠানিক ভাবে জানার অপেক্ষা করছে ভারতীয় বোর্ড৷ তারপরেই তারা আইপিএল নিয়ে সিদ্ধান্ত নেবে৷
বোর্ডের এক আধিকারিকের কথায়, 'আমরা এখনও ভেন্যু ঠিক করিনি৷ তবে এ বছর দেশের বাইরে আইপিএল হওয়ার সম্ভাবনাই বেশি৷ ভারতের পরিস্থিতি যা, তাতে ওতগুলো একসঙ্গে খেলবে, প্লেয়াররা আসবে, স্বাস্থ্যবিধি নিয়ে চিন্তা থাকবে৷ UAE ও শ্রীলঙ্কা নিয়ে ভাবা হচ্ছে৷ তবে করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে৷'
ICC ইতিমধ্যে একাধিক বৈঠক করলেও T20 বিশ্বকাপের ভবিষ্যত্ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি৷ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে T20 বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানাতে পারে বলে খবর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।