Home /News /sports /
IPL 2020 : একেই বলে অর্ধাঙ্গিনী, প্রেগন্যান্ট অনুষ্কা স্ট্যান্ডে স্বামীকে ছুঁড়ে দিলেন ভালোবাসা

IPL 2020 : একেই বলে অর্ধাঙ্গিনী, প্রেগন্যান্ট অনুষ্কা স্ট্যান্ডে স্বামীকে ছুঁড়ে দিলেন ভালোবাসা

Photo Courtesy- Twitter

Photo Courtesy- Twitter

অনুষ্কার উপস্থিতিতেই খাপখোলা তলোয়ার বিরাটের ব্যাট৷

 • Share this:

  #: অনুষ্কা শর্মার মুখে হাজার ওয়াটের হাসি৷ বিরাট কোহলির দারুণ ইনিংস যেমন ঝকঝকে, তেমনই ক্লাসিক৷ প্রেগন্যান্ট অনুষ্কা এদিন চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দেখতে স্ট্যান্ডে হাজির হয়েছিলেন৷  এমএস ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের সেরাটা বার করে আনলেন বিরাট কোহলি৷

  ৯০ রানের ঝকঝকে ইনিংস তাঁর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এখনও অবধি সর্বোচ্চ স্কোর৷এদিন একেবারে অধিনায়কোচিত ইনিংস খেলেই দলকে জয় এনে দেন৷ এদিন বিরাটের ব্যাটেই আইপিএলের দুবাই ভ্যেনুতে ৪ উইকেটে ১৬৯ রান করে আরসিবি৷

  এদিকে বিরাটের এদিনের চমৎকার ইনিংসের সাক্ষী ছিলেন অনুষ্কা শর্মা৷ আর তা নজর এড়িয়ে যায়নি নেটিজেনদের৷ বলিউডের তারকা অভিনেত্রীকে এদিন ট্যুইটারে ভরিয়ে দিলেন তিনি৷ তাঁকে গ্যালারিতে হাততালি দিতে, গলা ফাটাতে আবার বিরাটের পারফরম্যান্সের পর ফ্লাইং কিস দিতেও দেখা যায়৷

  সেই ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ এদিকে বিরাটও তাঁর প্রিয়তমার দিকে প্রেম বার্তা দিতে ভোলেননি৷ দুবাইতে শুরু থেকেই আছেন অনুষ্কা৷ তবে রোজ দিন ম্যাচের সময় মাঠে আসেননি৷ তবে সিএসকে ম্যাচে মাঠে থেকেই স্বামীর দলকে চিয়ার করতে এসেছিলেন৷ ফের একবার সফল বিরাটের লেডিলাক ৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Anushka Sharma, IPL, IPL 2020, Virat Kohli

  পরবর্তী খবর