#কলকাতা: দেখতে দেখতে ৩২ বছর পা দিলেন সাকিব আল হাসান ৷ আপাতত আইপিএল খেলতে ব্যস্ত বাংলাদেশের এই তারকা ক্রিকেটার ৷ আজ, রবিবার ইডেনে জন্মদিনের দিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্সের হয়ে খেলতে নামবেন সাকিব ৷ তাই জন্মদিনের সেরা উপহার যে নাইটদের হারানো, সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷
২০০৬ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ওই একই বছর জিম্বাবোয়ের বিপক্ষেই খুলনায় টি টোয়েন্টি ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের। বর্ণাঢ্য কেরিয়ারে এখনও পর্যন্ত ১৯৫ ম্যাচ খেলে সাকিব রান করেছেন ৫৫৭৭ রান ৷ অন্যদিকে ৫৫ টেস্টে তাঁর রান ৩৮০৭ এবং ৭২টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ১৪৭১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১০ হাজারের বেশি রান করে ফেলেছেন সাকিব ৷