#হায়দরাবাদ: উপ্পলে আজ, সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব ৷ প্লে অফে যাওয়ার প্রথম তিনটে জায়গা মোটামুটি ঠিক হয়ে গেলেও চতুর্থ স্থানের জন্য এখন লড়াইয়ে বেশ কয়েকটি দল ৷ সেই দৌড়ে সবার আগে আপাতত রয়েছে সানরাইজার্স ৷ তবে পিছিয়ে নেই অশ্বিনের কিংস ইলেভেনও ৷ এদিন ঘরের মাঠে কিংসদের হারিয়ে প্লে অফে ওঠার দৌড়ে সানরাইজার্স আরও এগিয়ে যায় কী না, সেটাই দেখার ৷
Match 48. Kings XI Punjab XI: KL Rahul, C Gayle, M Agarwal, D Miller, N Pooran, S Singh, R Ashwin, M Ur Rahman, M Shami, M Ashwin, A Singh https://t.co/O4djegnpp8#SRHvKXIP#VIVOIPL
Match 48. Sunrisers Hyderabad XI: D Warner, K Williamson, M Pandey, V Shankar, M Nabi, W Saha, A Sharma, R Khan, B Kumar, K Ahmed, S Sharma https://t.co/O4djegnpp8#SRHvKXIP#VIVOIPL — IndianPremierLeague (@IPL) April 29, 2019