#কলকাতা: বদলে যাওয়া অ্যাকশন। হাতের তালুতে গোপণ রাখা বল। নতুন গ্রিপেই এবার নারিন-রহস্য বজায় থাকবে আইপিএলে। আশায় কেকেআরের স্পিন বোলিং গুরু। ম্যাচ প্র্যাকটিসে মারকুটে ভূমিকায় দীনেশ কার্তিক। বলে আগুনে মেজাজে ওয়ারিয়র। শাহরুখের ‘আখরি দম তক’ মেজাজেই ইডেনে নাইটরা।
গুপ্ত গ্রিপেই এবার আইপিএলে রহস্যময়তা বজায় রাখতে চান নারিন। গতবার থেকেই আইপিএলে বোলিং অ্যাকশন পাল্টে নামছেন নাইটদের রহস্য-স্পিনার। গত মরশুমে ১৭টা উইকেট ছিল নামের পাশে। তবে উইন্ডিজের হয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি গত এক বছরে। আঙুলের চোটে পাক সুপার লিগ থেকেও সরে দাঁড়ান। ভিডিও অ্যানালিস্টের কাটাছেঁড়া আর চালাকিতে ব্যাটসম্যানদের টেক্কা দিতে এবার নতুন অস্ত্রে শান দিচ্ছেন সুনীল। ডেলিভারি রিলিজ পর্যন্ত এবার তাঁর হাতে বল দেখতে পাবেন না বিপক্ষ ব্যাটসম্যান। নারিন-রহস্য নিয়ে মঙ্গলবার ইডেনে দাঁড়িয়ে প্রথমবার মুখ খুললেন তাঁর অ্যাকশন শোধরানোর কারিগর কার্ল ক্রো।
FULL SCHEDULE OUT Get your excitement levels up, we will be playing all our home games at the Eden Gardens! |#KKRHaiTaiyaar pic.twitter.com/RhVtNMfC6S
— KolkataKnightRiders (@KKRiders) March 19, 2019
Arrival Alert @gurneyhf @SunilPNarine74 @TridentSportsX Watch what they had to say when they landed in the city of joy #KKRHaiTaiyaar pic.twitter.com/8NaaPrRtHY — KolkataKnightRiders (@KKRiders) March 19, 2019
মঙ্গলবার সকালে একই বিমানে শহরে পা রেখেছেন কার্লোস ব্রেথওয়েট আর সুনীল নারিন। তবে বিমানযাত্রার ধকলের জন্য বিকেলে ইডেনে আসেননি। বুধবার নাইটদের জার্সিতে অনুশীলনে নামবেন দুই ক্যারিব তারকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, Kkr, Sunil Narine