ম্যাচের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন----LIVE SCORE
#কলকাতা: ইডেনে ১৭৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই হল দিল্লি ক্যাপিটালসের ৷ দুই ওপেনার পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান দ্রুতগতিতে রান তুললেও অবশেষে প্রসিদ্ধ কৃষ্ণার বলে কট বিহাইন্ড হন পৃথ্বী শ ৷ অন্যদিকে ধাওয়ান একবার নয়, দু-দু’বার এদিন জীবনদান পেলেন ৷ একবার প্রসিদ্ধের বলে তাঁর বিরুদ্ধে কট-বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে ৷ রিভিউতেও দেখা যায় বল তাঁর ব্যাটে লেগেছে ৷ কিন্তু তৃতীয় আম্পায়ার তাতে সন্তুষ্ট ছিলেন না ৷ আউট নিয়ে নিশ্চিত না হওয়াতে বেঁচে যান ধাওয়ান ৷ এরপর প্রথম স্লিপে খোঁচা মেরেও ফের একবার আউট হতে হতে বাঁচেন ধাওয়ান ৷ যদিও রাসেলের বলে কট-বিহাইন্ড হলেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ ৬ বলে ৬ রান করেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, KKR vs DC, Prithvi Shaw