IPL 2019: সম্ভাবনা ক্ষীণ, তবু যে অঙ্কে নাইটরা প্লে অফে যেতে পারে, জেনে নিন

Bangla Editor | News18 Bangla
Updated:Apr 27, 2019 06:47 PM IST
IPL 2019: সম্ভাবনা ক্ষীণ, তবু যে অঙ্কে নাইটরা প্লে অফে যেতে পারে, জেনে নিন
Photo Courtesy: KKR/Twitter
Bangla Editor | News18 Bangla
Updated:Apr 27, 2019 06:47 PM IST

#কলকাতা: এবারের আইপিএলের শুরুটা দুর্দান্ত হলেও যতো সময় গিয়েছে ততোই টুর্নামেন্ট থেকে হারিয়ে যেতে বসেছে কলকাতা নাইট রাইডার্স ৷ গত দু’সপ্তাহ ধরে পরপর ম্যাচ হেরে এখন বিধ্বস্ত নাইটরা ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেনে ঘরের মাঠে আগের ম্যাচে হারায় প্লে অফে ওঠার সব আশাই প্রায় শেষ হয়ে গিয়েছে নাইটদের ৷

এখনও বাকি তিন ম্যাচ। কিন্তু তার আগে শুক্রবার চেন্নাই সুপার কিং‌সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জয় রক্তচাপ আরও বাড়িয়ে রাখল কেকেআরের। এর জন্য মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট এখন আরও ভাল হল (+০.৫৩৭) ৷ এই অবস্থায় রবিবার ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে আরও চাপে কার্তিকরা ৷ কারণ এই ম্যাচ জেতার পাশাপাশি নেট রানরেট বাড়ানোর দিকেও নজর রাখতে হবে শাহরুখ খানের দলকে ৷

নাইটদের মতোই সমান সংখ্যক ম্যাচ খেলে আট পয়েন্ট আরসিবি ও রাজস্থানের। শুধুমাত্র নেট রান রেটে তাদের চেয়ে এগিয়ে কেকেআর। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট -০.০৫০। যা খুব খারাপ বললেও কম বলা হবে ৷ শেষ তিন ম্যাচে জেতার পাশাপাশি এখন নেট রানরেট বাড়তি চিন্তা নাইটদের ৷ আর রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে  হারা মানেই এবারের মতো আইপিএলে অভিযান শেষ কেকেআরের ৷ চেন্নাইকে হারিয়ে এখন লিগ টেবলে দু’নম্বরে রোহিতের মুম্বই ৷

First published: 06:47:44 PM Apr 27, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर