IPL 2019: মোহালিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন অধিনায়ক অশ্বিনের

IPL 2019: মোহালিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন অধিনায়ক অশ্বিনের
File Photo
  • Share this:

ম্যাচের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন--> LIVE SCORE

#মোহালি: নিয়মরক্ষার ম্যাচ ৷ একটি দল লিগ তালিকায় শীর্ষে রয়েছে ৷ এবং অপর দলটি সবার নিচে ৷ বিরাটরা শনিবার হায়দরাবাদকে হারানোর লিগ তালিকায় এখন সবার তলায় রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ রবিবার তাই ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে অন্তত আরসিবি এবং রাজস্থানকে টপকে ৬ নম্বরে শেষ করতে মরিয়া প্রীতি জিন্টার দল ৷ এদিন টস জেতেন কিংস ইলেভেন অধিনায়ক অশ্বিন ৷ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ৷

First published: May 5, 2019, 3:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर