IPL 2019: সমালোচনা চলতেই থাকে...এই ধরণের পরিস্থিতির সঙ্গে আমি অভ্যস্ত: কার্তিক

IPL 2019: সমালোচনা চলতেই থাকে...এই ধরণের পরিস্থিতির সঙ্গে আমি অভ্যস্ত: কার্তিক
Photo Courtesy: KKR/Twitter
  • Share this:

#কলকাতা: চলতি আইপিএলে টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে রবিবার জয়ের মুখ দেখেছে কেকেআর ৷ মুম্বইকে হারিয়ে ফের কিছুটা চনমনে দেখাচ্ছে নাইট শিবিরকে ৷ এর আগে অবশ্য টানা ম্যাচ হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কেকেআরের ৷ দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল ৷ দলের মধ্যে অস্বস্তি আরও বাড়িয়েছিল আগের ম্যাচের পর অ্যান্দ্রে রাসেলের একটা কথা ৷ ক্যারিবিয়ান তারকা স্পষ্ট জানিয়েছিলেন, দলের অবস্থা ভাল নয় ৷ ভুল সিদ্ধান্তের জন্যই বেশ কয়েকটা ম্যাচ তাঁদের হারতে হয়েছে ৷

রবিবার অবশ্য মুম্বইকে হারানোর পর দলের অন্দরের অশান্তি কিছুটা কেটেছে ৷ অধিনায়ক কার্তিকও জানিয়েছেন, ‘‘এই পরিস্থিতিতে দলের ভিতরে সমস্যা হতেই পারে। একে অপরের সমালোচনায় মেতে উঠতে পারেন। এই ধরনের পরিস্থিতির সম্পর্কে আমার ভালমতোই ধারণা রয়েছে। দিনের শেষে এটা খেলা ছাড়া আর কিছু নয়। প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করছে। প্রত্যেককে হাসিখুশি থাকতে হবে। সবার সঙ্গে ভাল ব্যবহার করা প্রয়োজন।’’

First published: April 29, 2019, 11:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर