রাজস্থান রয়্যালস: ১১৫/৯ ( ২০ ওভার)
#নয়াদিল্লি: প্লে অফে উঠতে এই ম্যাচে জিততেই হবে ৷ কিন্তু টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারল না রাজস্থান রয়্যালস ৷ রিয়ান পরাগের হাফ-সেঞ্চুরি বাদে এদিন ব্যর্থ সব ব্যাটসম্যানরাই ৷ প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান ৷ দিল্লির হয়ে অমিত মিশ্রের পাশাপাশি ইশান্ত শর্মাও পান তিনটি উইকেট ৷ বোল্টের ঝুলিতে দুটি উইকেট ৷
ম্যাচের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন---> LIVE SCOREA difficult pitch to bat on but @ParagRiyan proved yet again why he is a talent to look out for!
Here's how our innings panned out #HallaBol #DCvRR #RR pic.twitter.com/7KFKGG8qQ4 — Rajasthan Royals (@rajasthanroyals) May 4, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।