Home /News /sports /
IPL 2019: দিল্লির বিরুদ্ধে ৫ উইকেটে হার হজম, প্লে অফে ওঠার আশা শেষ রাজস্থানের

IPL 2019: দিল্লির বিরুদ্ধে ৫ উইকেটে হার হজম, প্লে অফে ওঠার আশা শেষ রাজস্থানের

Photo Courtesy: IPL/Twitter

Photo Courtesy: IPL/Twitter

 • Share this:

  রাজস্থান রয়্যালস: ১১৫/৯ ( ২০ ওভার)

  দিল্লি ক্যাপিটালস: ১২১/৫ ( ১৬.১ ওভার)

  ২৩ বল বাকী থাকতেই ৫ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস

  #নয়াদিল্লি: প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখতে শনিবার কোটলায় জিততেই হত রাহানের রাজস্থানকে ৷ কিন্তু টস জিতে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান ৷ অধিনায়ক রাহানে (২)-সহ পরপর উইকেট হারিয়ে রান তোলার গতি একেবারেই কমে যায় রয়্যালসদের ৷ অবশেষে ছয় নম্বরে নামা রিয়ান পরাগের ৪৯ বলে ৫০ রানের ইনিংসের সৌজন্যে কোনওমতে ১০০-র গণ্ডী টপকায় রাজস্থান ৷ ঘরের মাঠে দিল্লির সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১১৬ রান ৷ দিল্লির হয়ে ইশান্ত এবং অমিত মিশ্র দু’জনেই নেন ৩টি করে উইকেট ৷

  ১১৬ রানের টার্গেট একেবারেই কঠিন কাজ ছিল না দিল্লির কাছে ৷ যদিও ব্যাট করতে নেমে পরপর বেশ কয়েকটি উইকেট হারায় দিল্লিও ৷ দুই ওপেনার পৃথ্বী শ (৮) এবং ধাওয়ান (১৬)-এর পাশাপাশি অধিনায়ক শ্রেয়াস আইয়ার (১৫)-এর উইকেট হারায় দিল্লি ৷ এই ম্যাচে সুযোগ পাওয়া কিউই অফ-স্পিনার ইশ সোধি পরপর দু’বলে প্যাভিলিয়ানে ফেরান ধাওয়ান এবং পৃথ্বীকে ৷ কিন্তু দলকে জেতাতে সমস্যা হয়নি চার নম্বরে নামা ঋষভ পন্থের ৷ ৩৮ বলে ৫৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ ৫ উইকেট হারিয়ে ২৩ বল বাকী থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি ৷ প্লে অফে শ্রেয়াস আইয়াররা আগেই পৌঁছে গিয়েছিলেন ৷ এই ম্যাচে জেতায় ১৪ ম্যাচে  ১৮ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে দু’নম্বরে দিল্লি ৷ অন্যদিকে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় রাজস্থানের ৷ যা স্বভাবতই স্বস্তি দিচ্ছে নাইটদের ৷

  First published:

  Tags: DC vs RR, Delhi Capitals, IPL 2019

  পরবর্তী খবর