কলকাতা নাইট রাইডার্স: ১০৮/৯
চেন্নাই সুপার কিংস: ১১১/৩ ( ১৭.২ ওভার)
১৬ বল বাকী থাকতেই ৭ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস
#চেন্নাই: স্কোরবোর্ডে মাত্র ১০৮ রান ৷ এই রান নিয়ে সিএসকে-র ডেরায় তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াটা মোটেই সহজ কাজ নয় ৷ মঙ্গলবার এমন কোনও অঘটন ঘটেওনি ম্যাচে ৷ ৭ উইকেট হাসতে হাসতে ম্যাচ পকেটে পুরল ধোনি ব্রিগেড ৷ ১৬ বল বাকী থাকতেই আরও একটা জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস ৷ পাশাপাশি লিগ টেবলেও কেকেআর-কে টপকে শীর্ষস্থানে উঠে এল ধোনি অ্যান্ড কোম্পানি ৷ ৬ ম্যাচ খেলে ৫টি-তে জিতে এখন ১০ পয়েন্ট সিএসকে-র ৷ প্লে অফে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গেল হলুদ ব্রিগেড ৷
Unbeaten innings from Fafulous for the #yellove cause by continuing the good run at the #AnbuDen! #WhistlePodu #CSKvKKR pic.twitter.com/7kZQifuNi5
— Chennai Super Kings (@ChennaiIPL) April 9, 2019
টস জিতে এদিন প্রথমে কেকেআর-কে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শাহরুখ খানের দল ৷ দুই ওপেনার লিন (০) এবং নারিন (৬-এর পাশাপাশি ব্যর্থ উথাপ্পা (১১), নীতিশ রানা (০), অধিনায়ক দীনেশ কার্তিক (১৯), শুভমান গিল (৯) প্রত্যেকেই ব্যর্থ ৷ তবে এদিনও নাইটদের মান রাখলেন সেই অ্যান্দ্রে রাসেল ৷ ৪৪ বলে অপরাজিত ৫০ রান করে দলের রানকে কোনওক্রমে ১০০-র গণ্ডী টপকাতে সফল ক্যারিবিয়ান তারকা ৷ চেন্নাই বোলারদের মধ্যে এদিনও সফল হরভজন সিং ৷ ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি ৷ পাশাপাশি ৩টি উইকেট নিয়ে নাইটদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন দীপক চাহার ৷ ইমরান তাহিরের ঝুলিতেও ২টি উইকেট ৷
বল করতে নেমে নারিনের ২ উইকেট বা পীযূষ চাওলার নেওয়া দুরন্ত ক্যাচ ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না কেকেআরের পক্ষে ৷ সিএসকে-র জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন ফ্যাফ ডু প্লেসি ৷ ৪৪ বলে ৪৩ রান করেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK vs KKR, Faf Du Ples, IPL 2019