corona virus btn
corona virus btn
Loading

বিরাটের কোলে ছোট্ট এই শিশুকন্যাটি কে ?

বিরাটের কোলে ছোট্ট এই শিশুকন্যাটি কে ?
Photo : Instagram

সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টই বিরাট ভক্তদের খুশি করার জন্য যথেষ্ট ৷

  • Share this:

#বেঙ্গালুরু: দশম আইপিএলে একের পর এক ম্যাচ হেরে এখন বিপর্যস্ত টিম আরসিবি ৷ প্লে অফে ওঠার সমস্ত আশাই অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল ৷ অন্তত শেষের কয়েকটা ম্যাচ জিতে নিজেদের সম্মান পুনরুদ্ধার করতে এখন মরিয়া বিরাটরা ৷ কিন্তু সেই কাজেও সফল হচ্ছে না তাঁরা ৷ সোমবার মুম্বইয়ের বিরুদ্ধেও প্রায় জেতা ম্যাচ হেরেছে আরসিবি ৷ ম্যাচ হারার পাশাপাশি দলের অধিনায়ক বিরাট কোহলিও একেবারেই রানের মধ্যে নেই ৷ মুম্বইয়ের বিরুদ্ধে ২০ রানের বেশি করতে পারেননি তিনি ৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টই আবার বিরাট ভক্তদের খুশি করার জন্য যথেষ্ট ৷

ধোনি কন্যার সঙ্গে ভারত অধিনায়কের ছবি এর আগে অত্যন্ত ভাইরাল হয়েছিল ৷ এবার হরভজন সিং-এর মেয়ে হিনায়ার সঙ্গে সেলফি তুলে বিরাট পোস্ট করলেন ইনস্টাগ্রামে ৷ মূহূর্তের মধ্যেই সেই ছবি সুপারহিট ! হরভজনের মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘‘ আমার দাঁড়িতে বেবি হিনায়া কী খুঁজছে ?? আর আমি অবাক হয়ে যাই এত মিষ্টি এবং সুন্দর কীভাবে একজন হতে পারে ৷ ’’

পুরো খবর পড়ুন
अगली ख़बर