#বেঙ্গালুরু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ৷ প্রতি বছরই এখানে রানের ফুলঝুড়ি দেখা যায় ৷ এবারের আইপিএলে কিন্তু চিত্রটা অন্যরকম ৷ উইকেট আশ্চর্যরকমের স্লো ৷ এখানে প্রথমে ব্যাট করে ১৩০-১৪০ রানই লড়াই দেওয়ার জন্য যথেষ্ট ৷ কিন্তু তাই বলে ১০৭ রান ! শুক্রবার ‘ডু অর ডাই’ ম্যাচে সমর্থকদের চূড়ান্ত হতাশ করল নাইটরা ৷ যার নিট ফল- আশা জাগিয়েও এবারের মতো আইপিএল থেকে বিদায় গম্ভীর অ্যান্ড কোম্পানির ৷
মু্ম্বই বরাবরই শক্ত গাঁট কেকেআর-এর কাছে ৷ এবারও সেই বাধা অতিক্রম করতে ব্যর্থ নাইটরা ৷ গোটা টুর্নামেন্টে ভাল খেলেও আসল সময়েই ফের ‘চোকড’ বেগুনি শিবির ৷ ১০৭ রান করে মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে টেক্কা দেওয়া যথেষ্ট কঠিন ৷ নাইট বোলাররা শুরুটা ভাল করলেও প্রত্যাশামতোই কোনও অঘটন ঘটাতে পারেনি ৷
মুম্বইয়ের কাছে আরও একটা ম্যাচ হেরে স্বভাবতই হতাশ নাইট অধিনায়ক গৌতম গম্ভীর ৷ ম্যাচে শেষে তিনি বলেন, ‘‘ আগের ম্যাচের পরেই আমরা আলোচনা করেছিলাম যে এই পিচ ১৬০-১৭০ রানের নয়। এখানে ১৪০ রান তুললেও লড়াই দেওয়া যাবে। কিন্তু, ১০৭ রান কোনও ভাবেই যথেষ্ট নয়। এই রান করে ম্যাচ বের করা মুস্কিল। বিশেষ করে, মুম্বইয়ের মতো শক্তিশালী ব্যাটিংয়ের বিরুদ্ধে। একটাই উপায় ছিল। তা হল বিপক্ষকে অল আউট করা। তাই করার চেষ্টা করেছিলাম। কিন্তু সফল হইনি। আমরা এদিন ব্যাটিং করার সময় দ্রুত উইকেট হারিয়েছি। যা ঠিক হয়নি। হাতে উইকেট থাকলে ওদের কয়েকজন বোলারকে টার্গেট করতে পারতাম। তবে, হারলেও, দলের পারফরম্যান্সে আমি খুশি। গোটা টুর্নামেন্টে আমরা পেশাদারের মতো খেলেছি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gautam Gambhir, IPL 2017, Kkr, Kolkata Knight Riders, Mumbai Indians, আইপিএল ২০১৭