#হায়দরাবাদ : বেশ অনেকদিন হল ভারতীয় দলে নেই ওপেনার শিখর ধাওয়ান ৷ টিম বিরাটের ওপেনিং স্লট এখনও নড়বড়ে হলেও সেখানে এখনও জায়গা নেই দিল্লির এই ওপেনারের ৷ কিন্তু তিনি সহজে হাল ছাড়ার পাত্র নন ৷ যে কোনও মূল্যে ভারতীয় দলে ফেরাই তাঁর পাখির চোখ। প্রত্যাবর্তনের এই লড়াইয়ে আইপিএল-কেই মঞ্চ করেছেন তিনি ৷ গতবারের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারও নিজের সেরাটা উজাড় করে দিতে মরিয়া ধাওয়ান ৷
বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ উদ্বোধনী ম্যাচ জিতে আইপিএলের শুরুটা ভাল করতে চান শিখর ৷ সম্প্রতি দেওধর ট্রফিতে তাঁর পারফরম্যান্স আহামরি কিছু না হলেও আইপিএলের জন্য প্রস্তুতিটা ভালমতোই সেরে রেখেছেন সানরাইজার্সের ওপেনার ৷
প্রতিপক্ষ দলে বিরাট কালকের ম্যাচে না থাকলেও আরসিবি-কে বিন্দুমাত্র হাল্কাভাবে নিতে নারাজ শিখর ধাওয়ান ৷ তিনি বলেন, ‘‘বিরাট নিঃসন্দেহে ওদের সেরা প্লেয়ার। কিন্তু এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল বা শেন ওয়াটসনের মতো ম্যাচ উইনার আছে যে টিমে, তাদের বিরুদ্ধে স্বস্তির জায়গা নেই। আমরা প্রস্তুতিতে খামতি রাখছি না। দল টগবগ করছে। প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করাই আমাদের লক্ষ্য।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2017, Shikhar Dhawan, শিখর ধাওয়ান