• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ইনস্টাগ্রামে তাঁর নামের অ্যাকাউন্ট ভুয়ো ! ট্যুইট করে জানালেন সৌরভ

ইনস্টাগ্রামে তাঁর নামের অ্যাকাউন্ট ভুয়ো ! ট্যুইট করে জানালেন সৌরভ

Photo Courtesy: Sourav Ganguly/Twitter Handle

Photo Courtesy: Sourav Ganguly/Twitter Handle

 • Share this:

  #লন্ডন: ইনস্টাগ্রামে তাঁর নামে যেই অ্যাকাউন্ট রয়েছে সেটা ভুয়ো বলে স্পষ্ট জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সম্প্রতি তাঁর সেই ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোহলির টিম ইন্ডিয়া সম্পর্কে বেশ কিছু কথা পোস্ট করা হয় ৷ যা নিয়ে বিভিন্ন ওয়েবসাইট সৌরভের উক্তি ধরে নিয়ে খবর পর্যন্ত করে বসে ৷ যা নিয়ে স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন মহারাজ ৷ যে অ্যাকাউন্ট তাঁর নিজের নয়, সেখান থেকে খবর পর্যন্ত হয়ে যাচ্ছে, এমনটা দেখে স্বভাবতই বিরক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘‘ আমার ইনস্টাগ্রাম পেজ ফেক ৷ তাই ওখান থেকে কোনও খবর বা উক্তি যেন না নেওয়া হয়, এটাই আমার অনুরোধ ৷ আমি ইনস্টাগ্রামে রিপোর্ট করব ৷  ’’

  সম্প্রতি ইনস্টাগ্রামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামের ভুয়ো অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ‘‘ টেস্ট জিততে হলে সবাইকেই রান করতে হয় ৷ পাঁচ ম্যাচের সিরিজে এটা প্রথম টেস্ট ৷ এবং আমার মনে হয় এই দল ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে ৷ অজিঙ্কা রাহানে এবং মুরলি বিজয়কে আরও বেশি দায়িত্ব নিতে হবে কারণ এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তাঁদের আগে রয়েছে ৷ আমার মনে হয় না হারের পিছনে অধিনায়ক দায়ী ৷ আপনি অধিনায়ক হলে হারলে আপনার সমালোচনা হবে এবং জিতলে প্রশংসাই করা হবে ৷ ’’ কিন্তু এই পোস্ট যে তাঁর নিজের নয় সেটাই ট্যুইটারে এদিন লেখেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

  First published: