• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • গোড়ালিতে চোট, টি২০ সিরিজে নেই ঝুলন

গোড়ালিতে চোট, টি২০ সিরিজে নেই ঝুলন

File Photo

File Photo

 • Share this:

  #প্রিটোরিয়া: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারবেন না ঝুলন গোস্বামী। একদিনের সিরিজে খেলার সময়ই গোড়ালিতে চোট পান বঙ্গ পেসার।

  সোমবারই পায়ে স্ক্যান হয়েছে ওয়ান-ডে তে সদ্য ২০০ উইকেট পূরণ করা ঝুলনের। চোটের জন্য তৃতীয় একদিনের ম্যাচে খেলেননি ঝুলন। তাঁর চোট নিয়ে স্থানীয় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে বোর্ডের মেডিক্যাল টিম। সেখানেই তাঁকে ২ সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। দেশে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলবেন ঝুলন। সেইসঙ্গে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চালিয়ে যাবেন রিহ্যাব পর্ব। দ্বিতীয় একদিনের ম্যাচেই ছুঁয়েছেন ২০০ উইকেটের শৃঙ্গ। সব মিলিয়ে পেয়েছেন ৫টি উইকেট।

  First published: