Home /News /sports /
অলরাউন্ড পারফরম্যান্সে মোহালিতে বাজিমাত, সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

অলরাউন্ড পারফরম্যান্সে মোহালিতে বাজিমাত, সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

Photo Courtesy : AP

Photo Courtesy : AP

ইংল্যান্ড: ২৮৩ ও ২৩৬, ভারত: ৪১৭ ও ১০৪/২ ( ২০.২ ওভার)

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:
  ইংল্যান্ড: ২৮৩ ও ২৩৬
  ভারত: ৪১৭ ও ১০৪/২ ( ২০.২ ওভার)
  ভারত জয়ী ৮ উইকেটে ৷ সিরিজে ২-০-তে এগিয়ে গেল ভারত ৷
  #মোহালি:  ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের স্টাম্প ছিটকে দিয়ে সোমবারই বিপক্ষকে জোর ঝটকাটা দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তৃতীয় দিনের শেষেই চার উইকেট খুঁইয়ে ম্যাচ হারার অশনি সঙ্কেতটা আগেই পেয়েছিলেন ব্রিটিশরা ৷ কিন্তু সেটা যে বাস্তবে এত তাড়াতাড়ি হবে, সেটা কেউই আশা করেননি ৷ মাত্র সাড়ে তিন দিনেই শেষ মোহালি টেস্ট ৷ চা বিরতির কিছু পরেই জয়ের জন্য প্রয়োজনীয় ১০৩ রান তুলে নিতে সফল কোহলির ভারত ৷ সেইসঙ্গে সিরিজেও এগিয়ে গেল ২-০ ব্যবধানে ৷
  গত আট বছরে যা হয়নি , কোহলির ভারত এবার সেটা করে দেখাতে সফল ৷ কারণ মোহালি টেস্ট জেতার পরে একটা বিষয় অন্তত নিশ্চিত হয়ে গেল, যে এই সিরিজ অন্তত হারছে না ভারত ৷ গত আট বছরে নিজেদের দেশ হোক বা ভারতের মাটিতে, সবসময়েই টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড ৷ এবার অন্তত তেমনটা ঘটানো সম্ভব হচ্ছে না কুকদের পক্ষে ৷ ভারতীয় স্পিনারদের দাপটে ইংল্যান্ডের শেষ ছ’টা উইকেট পড়তে এদিন বিশেষ সময় লাগেনি ৷  ওপেনার হামিদের চোটই এই টেস্টে একটা বড় ফ্যাক্টর গড়ে দিল ৷ আট নম্বরে নেমে ৫৯ রানে নট আউট থাকলেও সঙ্গীর অভাবে এদিন বিশেষ কিছুই করতে পারেননি ইংল্যান্ডের এই তরুণ ব্যাটসম্যান ৷ মাত্র ২৩৬ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৷ জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০৩ রান ৷   ওপেনার মুরলী বিজয় (০) এবং চেতেশ্বর পূজারা ( ২৫)-র উইকেট হারালেও হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় টিম কোহলি ৷ ওপেনার পার্থিব প্যাটেল অপরাজিত থাকেন ৬৭ রানে ৷ বল হাতে চার উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৯০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন জাদেজা৷ সৌরাষ্ট্রের বাঁ-হাতি অল-রাউন্ডারের পাশাপাশি তামিলনাড়ুর অল-রাউন্ডার অশ্বিনের ভূমিকাও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ প্রথম ইনিংসে অশ্বিনের ৭২ রানের ইনিংসই মোহালিতে বিরাটদের জয়ে বড় ভূমিকা নিল ৷  সিরিজের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে আগামী ৮ ডিসেম্বর থেকে মুম্বইতে ৷
  First published:

  Tags: England, Ind-Eng Series, India, Mohali Test, Test Series, Virat Kohli, মোহালি টেস্ট

  পরবর্তী খবর